জয়ের হ‍্যাটট্রিক বাংলার

সৈয়দ মুস্তাক আলিতে ( syed mushtaq ali trophy) জয়ের হ‍্যাটট্রিক বাংলার (bengal)। বৃহস্পতিবার তারা ৬ উইকেটে হারাল হায়দরাবাদকে ( hyderabad)। বাংলার হয়ে চারটি করে উইকেট নেন ঈশান পোড়েল এবং আকাশদীপ।

এদিনে টসে জিতে প্রথমে বোল করার সিদ্ধান্ত নেয় বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। প্রথমে ব‍্যাট করতে নেমে ১৫৭ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ। বাংলার হয়ে চারটি করে উইকেট নেন ঈশান পোড়েল এবং আকাশদীপ।

জবাবে ব‍্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে ১৬১ করে জয় ছিনিয়ে নেয় বাংলা। ১৬ জানুয়ারি আসামের বিরুদ্ধে খেলতে নামবে বাংলা। এদিন দুপুরে শেষ নিশ্বাস ত‍্যাগ করেন অরুণ লালের মা। ম‍্যাচের আগে মা কে হারানোর খবর পান বাংলার কোচ।

আরও পড়ুন:আইলিগের দ্বিতীয় ম‍্যাচে ড্র মহামেডানের

Advt