Wednesday, May 7, 2025

বইপ্রেমীদের জন্য খুশির খবর! ৪ দিনব্যাপী বসতে চলেছে কলকাতা বইমেলার আসর

Date:

Share post:

বইপ্রেমীদের জন্য খুশির খবর! আসর বসতে চলেছে কলকাতা বইমেলা-২০২১’এর । তবে যে বইমেলার সঙ্গে সাধারণ আমরা পরিচিত, সেই ব্যানারে নয়, এবার কলকাতা বইমেলার আয়োজন করছে “ওয়েস্ট বেঙ্গল পাবলিশার্স কোঅর্ডিনেশন কমিটি”। তত্ত্বাবধানে থাকবে “বর্ণপরিচয়” ও “নেক্সটজেন মিডিয়া”। উত্তর কলকাতার আমহার্ট স্ট্রিটের ঋষিকেশ পার্কে জমজমাট এই বইমেলার আসর বসতে চলেছে ২৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। সেই উপলক্ষ্যে আজ, শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেছে “ওয়েস্ট বেঙ্গল পাবলিশার্স কোঅর্ডিনেশন কমিটি”। যেখানে আয়োজকদের পাশাপাশি উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু।

কলকাতা বইমেলা কমিটির মুখ্য উপদেষ্টা সমর নাগ।চেয়ারম্যান দীপ প্রকাশনের কর্ণধার শংকর মণ্ডল ও আহ্বায়ক দেব সাহিত্য কুটীরের ডিরেক্টর রূপা মজুমদার। এছাড়াও কার্যকরী কমিটিতে রয়েছেন সমাজসেবী প্রিয়ঙ্ক পান্ডে, ইন্দ্রানী রায় (সিইও মিত্র এন্ড ঘোষ প্রাইভেট লিমিটেড), সুচিত্রা বাসু ( পার্টনার একিউইলা), অনিরুদ্ধ রায় (নেক্সটজেন মিডিয়া) প্রমুখ। আমন্ত্রিত সদস্যদের মধ্যে রয়েছেন পুলক কুমার দত্ত (ওসি, আমহার্ট স্ট্রিট থানা), সাধনা বোস (কো-অর্ডিনেটর, ওয়ার্ড-৩৮)।

আরও পড়ুন:নামের আগে শ্রীমতি দেখে চটলেন বৈশাখী! গোঁসা শোভনেরও

প্রসঙ্গত, করোনা ও নির্বাচনের আবহে ২০২১ সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলা বাতিল করা হয়েছে। গিল্ডের কার্যনির্বাহী সভার বৈঠকেই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়েছে। সাধারণত প্রতি বছর শীতেই বইমেলা অনুষ্ঠিত হয়। এবার অতিমারির কারণে এবং শীতের শেষেই রাজ্যে ভোটের দামামা বেজে যাবে। এই পরিস্থিতিতে বইমেলা আয়োজন তারা করতে পারবে না বলে ঘোষণা করেছে গিল্ড।

এবারে কলকাতা গিল্ডের পরিচালনায় আন্তর্জাতিক বইমেলা আয়োজিত হওয়ার কথা ছিল আগামী ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন করতে এবার মেলার থিম হওয়ার কথা ছিল বাংলাদেশ। গিল্ডের এমন সিদ্ধান্তে হতাশ হয়ে পড়েন লক্ষ লক্ষ বই প্রেমী।

কিন্তু বই প্রেমীদের আবেগ ও ভালোবাসার দিকটি মাথায় রেখে তাদের হতাশা নিরসণের চেষ্টায় এবার মাঠে নামছে “ওয়েস্ট বেঙ্গল পাবলিশার্স কোঅর্ডিনেশন কমিটি”। হচ্ছে কলকাতা বইমেলা-২০২১!

Advt

spot_img

Related articles

যুদ্ধ নয়, লক্ষ্য স্থির করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার তথ্য পেশ দুই মহিলা সেনাকর্তার

কেন পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা তা নিয়ে কোনও ব্যাখ্যারই প্রয়োজন নেই। কিন্তু যারা প্রশ্ন তুলছেন হামলার ধরণ নিয়ে...

SSC নিয়ে আদালত অবমাননার মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট

২৬ হাজার চাকরি বাতিল মামলায় চাকরিহারাদের বেতন ফেরানোর সুপ্রিম নির্দেশ কার্যকরী হচ্ছে না অভিযোগ করে আদালত অবমাননার মামলা...

পহেলগামের জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী 

পহেলগামের জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা (Indian Army)। অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) মাধ্যমে প্রায় ৯০ জঙ্গিকে মারল...

পহেলগামের প্রত্যাঘাতে খুশি স্বজনহারারা, জেনে নিন কেন ‘OPERATION SINDOOR’ নামকরণ

ভূস্বর্গের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে চোখের সামনে সবটা শেষ হয়ে গেছিল গত বাইশে এপ্রিল। পহেলগামে (Pahelgam attack)...