Friday, November 28, 2025

“পরিব্রাজক” বিধায়ক এবার বিজেপিতে, তৃণমূল বলছে বাঁচা গেল!

Date:

Share post:

শিয়রে বিধানসভা ভোট (Assembly Election)। তার আগে দলবদলে একের পর এক চমক শাসক-বিরোধী দুই শিবিরে। শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, সমাজের বিশিষ্ট জনেদের নিজেদের দিকে টেনে বার্তা দিচ্ছে শাসক তৃণমূল (TMC) ও মূল বিরোধী বিজেপি (BJP)। তবে এই দৌড়ে অনেকটাই এগিয়ে গেরুয়া শিবির। দল বদলকে বিজেপি কার্যত শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে।

তারই অঙ্গ হিসেবে শাসকদলের আরও এক বিধায়ক যোগ দিলেন বিজেপিতে। এবার নদিয়া (Nadia) শান্তিপুরের (Shantipur) বিধায়ক (MLA) অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya) আজ, বুধবার বিজেপিতে যোগ দিলেন। দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপি সদর দফতরে বাংলার পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র (Kailash Vijayborgy) হাত থেকে দলীয় পতাকা তুলে নিলেন অরিন্দম। সব মিলিয়ে গত দু’মাসে অন্য দল থেকে১০ বিধায়ককে নিজেদের পার্টিতে সামিল করল বিজেপি। যার সিংহভাগই শাসক দল থেকে আসলেন।

বিজেপিতে যোগ দিয়ে শান্তিপুরের বিধায়ক বলেন, “আমি যুবকদের নিয়ে ভাল কিছু করতে চাই। বারবার তৃণমূল নেতৃত্বকে বলেও কোনও কাজ হয়নি। কোনও যুবক যখন কিডনি বিক্রির কথা বলছে সেটা অনেকটা লজ্জাজনক। বাংলায় চাকরি হচ্ছে না, শুধুই দুর্নীতি হচ্ছে। আমার হাত-পা বেঁধে দেওয়া হয়েছে।”

অন্যদিকে, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা দিয়ে বলেন, “সুযোগ সন্ধানী কিছু লোক আছে। তারা যত তাড়াতাড়ি যায় ততই ভাল। যাদের কাজ করার ইচ্ছে আছে, তারা অনেক কাজই করতে পারে। অনেকেরই লোভ আছে। যাদের যাওয়ার চলেই যাক আমাদের দল তাহলে পরিশুদ্ধ হয়। যে কাজ করতে চায় না, তার বাহানাও কম হয় না।”

কে এই অরিন্দম ভট্টাচার্য?

একটু পিছনে ফিরে তাকাতে হবে।

২০১৬ সালে গত বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে নদিয়ার শান্তিপুর থেকে লড়েছিলেন কংগ্রেসের প্রার্থী অরিন্দম ভট্টাচার্য। সেই সময় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হেভিওয়েট অজয় দে’কে তিনি ১৯ হাজারের বেশি ভোটে হারিয়ে শিরোনামে চলে আসেন। এরপর ২০১৭ সালের এপ্রিস মাসে তিনি যোগ দেন তৃণমূলে। সেই সময় অরিন্দম ভট্টাচার্য ছিলেন যুব কংগ্রেসের সভাপতি। কিন্তু, তৃণমূলেও পাঁচ বছর কাটাতে না কাটাতে বিজেপিতে যোগ দিলেন তিনি।

নতুন প্রজন্মের নেতা অরিন্দম সম্পর্কে রাজনৈতিক মহলের বিশ্লেষণ, তিনি সুযোগ সন্ধানী। যখন যেদিকে পাল্লা ভারী বুঝেছেন, সেদিকেই ঝুঁকেছেন। তাই শান্তিপুরের বিধায়কের এই দল বদলকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না কেউ। বরং, তাঁকে “পরিব্রাজক” তকমা দিচ্ছেন এলাকাবাসী ও রাজনৈতিক মহল। কারণ, আরিন্দমের বিশ্বাস যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে স্থানীয় ভোটাররা বলছেন, কী গ্যারান্টি আছে, ভোটের পর ফের দল বদলাবেন তিনি? আর তাঁর পুরোনো দল তৃণমূল বলছে, “বাঁচা গেলো…!”

আরও পড়ুন- নাম না করে শুভেন্দুকে এ কী বললেন অনুব্রত!

Advt

spot_img

Related articles

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...