Friday, November 14, 2025

বিজেপিকে ভোট দেওয়ার জন্য গ্রামবাসীদের চাপ দিচ্ছে BSF, কমিশনকে নালিশ তৃণমূলের

Date:

Share post:

বিএসএফ-এর (BSF) বিরুদ্ধে নাম না করে বিজেপির (BJP) হয়ে কাজ করার অভিযোগ তুললেন তৃণমূল (TMC) মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আজ, বৃহস্পতিবার কলকাতার গ্র্যান্ড হোটেলে মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Officer) সুনীল আরোরা-সহ (Sunil Arora) ফুল বেঞ্চের কাছে এমনটাই নালিশ করলেন তৃণমূল মহাসচিব। এদিন তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের আরও দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) ও ফিরহাদ হাকিম (Forhad Hakim)।

মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাত করে বেরিয়ে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয় পার্থবাবু বিস্ফোরক অভিযোগ করেন। তিনি বলেন, “বিএসএফ গ্রামে গ্রামে ঢুকে গ্রামবাসীদের ভয় দেখাচ্ছে। বিশেষ একটি রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছে। যা গণতন্ত্রের প্রতি অত্যন্ত ভয়ঙ্কর।”

এখানেই শেষ নয়, পার্থবাবুর আরও অভিযোগ, বিজেপি দাবি করছে কয়েক লক্ষ রোহিঙ্গার নাকি ভোটার লিস্টে নাম তোলা হয়েছে। যা সর্বৈব মিথ্যা। এবং নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা। নির্বাচন কমিশনকে চাপে ফেলার চেষ্টা। কারণ, ভোটার লিস্ট তৈরি করে নির্বাচন কমিশন। এ বিষয়ে তাঁরা মুখ্য নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন।

এছাড়াও বিজেপির বিরুদ্ধে আরও অভিযোগ তুলে তৃণমূল মহাসচিব বলেন, “বিজেপি মানুষকে ভয় দেখাচ্ছ। সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে। নির্বাচনের আগে যা ভয়ঙ্কর হতে পারে। বিজেপি নেতার বলছেন, গোলি মারো, শ্মশানে পাঠিয়ে দেবো, হাত-পা ভেঙে দেবো। এমন ভাষা সন্ত্রাসের জন্য রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যা গণতন্ত্রের প্রতি একেবারেই অনুকূল নয়।”

আরও পড়ুন:‘গণতন্ত্রের নতুন অধ্যায় শুরু হল’, বাইডেন ও কমলাকে শুভেচ্ছা জানিয়ে টুইট রাহুলের

উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বে ফুল বেঞ্চ তিন দিনের সফরে রাজ্যে এসেছেন। আজ, দ্বিতীয় দিন তাঁরা রাজ্যের ১০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করছেন। প্রতিটি দলের অভিযোগ শুনছেন এবং শান্তিপূর্ণ ও অবাধ ভোট করার আশ্বাস দিচ্ছেন। প্রতিটি দলের প্রতিনিধিদের জন্য দশ মিনিট করে বরাদ্দ করেছে নির্বাচন কমিশন।

Advt

spot_img

Related articles

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...