Thursday, August 21, 2025

অবাধ-শান্তিপূর্ণ ভোটের জন্য কমিশনের কাছে দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন বিজেপির

Date:

Share post:

রাজ্য সফরে আসা মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার সঙ্গে আজ, বৃহস্পতিবার সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা সাক্ষাৎ করে। বিরোধী দলগুলির পক্ষ থেকে রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবি জনিয়ে কমিশনে একাধিক অভিযোগ জমা পড়ে।

গ্র্যান্ড হোটেলে বৈঠকের পর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “নির্বাচন কমিশনকে আবেদন করেছি। যাঁরা ভয়ের মধ্যে রয়েছেন তাঁদের নিরাপত্তা দেওয়া হোক। যাতে মানুষ নির্বাচন কমিশনের উপর ভরসা রাখতে পারে। এর আগে লোকসভা নির্বাচনে সারা ভারতে ৫০০টি আসনে ভোট নিয়ে কোনও অশান্তি হয়নি। অথচ পশ্চিমবঙ্গের ৪২টি আসনে অশান্তি হয়েছে। গুলি চলেছে। মারা গিয়েছে মানুষ। ভোটাররা ভোট দিয়ে বাড়ি ফেরার সময় তাঁদেরকে সুরক্ষা দিতে হবে।”

একইসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি কমিশনের কাছে আবেদন করেন, নির্বাচন কমিশনের যারা দিল্লি অথবা অন্য রাজ্য থেকে আসবে তাঁদেরকেও সুরক্ষা দিতে হবে। বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স রাখা উচিত। বুথের বাইরে থাকুক রাজ্য পুলিশ। নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন তা এখন থেকেই নিশ্চিত করা হোক।

তৃণমূলের তরফে কমিশনকে নালিশ জানিয়ে বলা হয়েছে, বিএসএফ সীমান্তবর্তী এলাকায় গ্রামে গ্রামে গিয়ে মানুষকে ভয় দেখিয়ে একটি বিশেষ রাজনৈতিক দলকে ভোট দেওয়ার চাপ সৃষ্টি করছে। এ প্রসঙ্গে দিলীপবাবু বলেন, “বিএসএফ নিজেদের অধিকারমতো সীমান্ত এলাকায় নজরদারি করে। কারণ সেগুলো সংবেদনশীল জায়গা। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোটার করা হয়েছে। নির্বাচন কমিশন এটাও দেখুক।”

এদিন দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন মুকুল রায়, স্বপন দাশগুপ্ত, সব্যসাচী দত্তরা। মুকুল রায় জানান, অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য কমিশনকে যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা তাঁরা জানিয়েছেন।

আরও পড়ুন:ফের কাঠগড়ায় অর্ণব: প্রসার ভারতীর প্রায় ১০ কোটি টাকা ফাঁকি দেওয়ার অভিযোগ রিপাবলিক টিভির বিরুদ্ধে

Advt

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...