রাজধানীর রাজপথে কৃষক আন্দোলনের ছবি দেখে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইটে (Twitte) সে কথা জানালেন তৃণমূল নেত্রী। নিজের টুইটার (Twitter) হ্যান্ডেল মমতা লেখেন, “দিল্লির (Delhi) রাস্তায় উদ্বেগজনক এবং বেদনাদায়ক পরিস্থিতি বিব্রত করছে।

Deeply disturbed by worrying & painful developments that have unfolded on the streets of Delhi.
Centre's insensitive attitude and indifference towards our farmer brothers & sisters has to be blamed for this situation. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) January 26, 2021
আমাদের কৃষক ভাই-বোনদের প্রতি কেন্দ্রের অসংবেদনশীল মনোভাব এবং উদাসীনতা এই পরিস্থিতির জন্য দায়ী।
প্রথমত, এই আইনগুলি কৃষকদের আস্থা না নিয়েই পাশ করা হয়েছিল। এবং তারপরে ভারত জুড়ে প্রতিবাদ এবং কৃষকরা গত ২ মাস ধরে দিল্লির কাছে অবস্থান বিক্ষোভ করলেও তাদের প্রতি চূড়ান্ত অবজ্ঞা করা হয়েছে। কেন্দ্রের উচিত কৃষকদের সঙ্গে থেকে কঠোর আইন বাতিল করা।”
First, these laws were passed without taking farmers in confidence. And then despite protests across India & farmers camping near Delhi for last 2 months, they've been extremely casual in dealing with them.
Centre should engage with the farmers & repeal the draconian laws. (2/2)— Mamata Banerjee (@MamataOfficial) January 26, 2021
বরাবরই কৃষক আন্দোলনের পাশে থেকেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের (Tmc) পক্ষ থেকে সিঙ্ঘু সীমান্তে বারবার প্রতিনিধিদল পাঠিয়েছেন তিনি। নিজের ফোনে কথা বলেছেন আন্দোলনরত কৃষকদের সঙ্গে। কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে প্রস্তাব আনতে এ মাসেই দু’দিন বসছে বিধানসভার (Assembly) বিশেষ অধিবেশন। এই পরিস্থিতিতে রাজধানীজুড়ে কৃষকদের এই আন্দোলন এবং মৃত্যুতে বিচলিত মমতা।

আরও পড়ুন:“দাদা আমি সাতে পাঁচে”র প্যারডিতেই রুদ্রনীলকে খোঁচা অনিকেতের
