১৮ ফেব্রুয়ারি হতে চলেছে আইপিএলের( Ipl) নিলাম। চেন্নাইতে বসতে চলেছে এই আসর। বুধবার আইপিএলের অফিশিয়াল টুইটার পেজে সে কথা করে জানাল তারা।

২০২০ সালে করোনার ( corona) কারণে ভারত থেকে সুদূর দুবাইতে নিয়ে যাওয়া হয় আইপিএল। একেবারে দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন করা হয় এই টুর্নামেন্ট। চলতি বছর আইপিএল কোথায় হবে, সে নিয়েও আলোচনা কর হবে।

চলতি বছর আইপিএল দেশের মাটিতে করার চিন্তাভাবনায় বিসিসিআই ( bcci)। এই নিয়ে বোর্ডের এক কর্তা জানালেন, ভারতে এই টুর্নামেন্ট করার জন্য জোর দিচ্ছি। কিন্তু পরিস্থিতি কেমন থাকে, সেই দিকেও নজর রাখতে হবে।
আরও পড়ুন:চেন্নাই পৌঁছে পাঁচদিনের কোয়ারেন্টাইনে থাকবেন বিরাট, রুটরা
