Friday, November 28, 2025

‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে…’ কবির নাম গুলিয়ে ফেলে হাসির খোরাক সৌমিত্র খাঁ

Date:

Share post:

জনসভায় বিতর্কিত ও ভুল মন্তব্য করে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে আসতে দেখা গিয়েছে রাজ্য তথা কেন্দ্রের একাধিক বিজেপি নেতাকে। তা সে বেপরোয়া দিলীপ ঘোষ(Dilip Ghosh) হোক বা রবীন্দ্রনাথের জন্মস্থান শান্তিনিকেতন উল্লেখ করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাই হোন। এই তালিকায় এবার নবতম সংযোজন বিজেপি(BJP) সাংসদ সৌমিত্র খাঁ(Soumitra Khan)। সম্প্রতি বাংলা সাহিত্যের জনপ্রিয় ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ এই উক্তিকে ঘিরেই এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন সাংসদ সৌমিত্র ।

নির্বাচনকে মাথায় রেখে রাজ্যে জনসভা ও প্রচার বেশ বেড়েছে পশ্চিমবঙ্গে। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের বেড়ুগ্রামে দলের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এখানেই রাজ্যের বেকার সমস্যার কথা তুলে ধরতে গিয়ে বাংলা সাহিত্যের জনপ্রিয় উক্তি টেনে এনে বলেন ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’। এতদূর ঠিক ছিল কিন্তু সমস্যা বাঁধলো অন্য জায়গায়। এই উক্তির লেখকের নাম বলতে গিয়ে তিনি বলে বসলেন এটি কবি জীবনানন্দ দাশের লেখা। সাংসদের মুখে এহেন মন্তব্য শুনে শুরুতেই খটকা লাগে উপস্থিত শ্রোতার। ‌ পরে তারা বুঝতে পারেন কিছু একটা ভুল করে বসেছেন সাংসদ। এরপরই শুরু হয়ে যায় বিতর্ক।

আরও পড়ুন:রামমন্দির নির্মান তহবিলে ২ লক্ষ ৪০ হাজার টাকা দিলেন শুভেন্দু

এই উক্তিটি রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে অন্নপূর্ণাকে একথা বলেছিলেন ঈশ্বরী পাটনী। তবে মন্তব্যটি জীবনানন্দের বলে চালিয়ে দেওয়ার পর শ্রোতাদের মধ্যে গুঞ্জন শুরু হলেও তাতে অবশ্য বক্তব্যে কোনও প্রভাব পড়েনি সৌমিত্র খাঁর। তবে তার এই ভুল বক্তব্যকে কটাক্ষ করেছে শাসকদল তৃণমূল। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, স্কুলের বইয়ে আমরা রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনী কবিতা পড়েছি। তাই বিজেপি সাংসদ সৌমিত্র বাবুর শিক্ষাগত যোগ্যতা নিয়ে সন্দেহ জাগছে। তাঁর যে স্কুল শিক্ষাটুকু ঠিকঠাকভাবে হয়নি তা তাঁর এই মন্তব্যেই ধরা পড়ছে। পাশাপাশি তিনি আরো বলেন, বিজেপি বাংলার সংস্কৃতি, বাংলার মনীষীদের বিষয়ে অবগত নয়। তাই তারা অনায়াসে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেছিলেন বলে দিতে পারেন। সেই দলের সাংসদ সৌমিত্র খাঁ আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে এই অবিস্মরণীয় বাক্যের লেখক হিসেবে জীবনানন্দের নাম উল্লেখ করবেন তাতে অবাক হবার কী আছে।

Advt

spot_img

Related articles

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...