Saturday, August 23, 2025

‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে…’ কবির নাম গুলিয়ে ফেলে হাসির খোরাক সৌমিত্র খাঁ

Date:

Share post:

জনসভায় বিতর্কিত ও ভুল মন্তব্য করে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে আসতে দেখা গিয়েছে রাজ্য তথা কেন্দ্রের একাধিক বিজেপি নেতাকে। তা সে বেপরোয়া দিলীপ ঘোষ(Dilip Ghosh) হোক বা রবীন্দ্রনাথের জন্মস্থান শান্তিনিকেতন উল্লেখ করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাই হোন। এই তালিকায় এবার নবতম সংযোজন বিজেপি(BJP) সাংসদ সৌমিত্র খাঁ(Soumitra Khan)। সম্প্রতি বাংলা সাহিত্যের জনপ্রিয় ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ এই উক্তিকে ঘিরেই এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন সাংসদ সৌমিত্র ।

নির্বাচনকে মাথায় রেখে রাজ্যে জনসভা ও প্রচার বেশ বেড়েছে পশ্চিমবঙ্গে। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের বেড়ুগ্রামে দলের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এখানেই রাজ্যের বেকার সমস্যার কথা তুলে ধরতে গিয়ে বাংলা সাহিত্যের জনপ্রিয় উক্তি টেনে এনে বলেন ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’। এতদূর ঠিক ছিল কিন্তু সমস্যা বাঁধলো অন্য জায়গায়। এই উক্তির লেখকের নাম বলতে গিয়ে তিনি বলে বসলেন এটি কবি জীবনানন্দ দাশের লেখা। সাংসদের মুখে এহেন মন্তব্য শুনে শুরুতেই খটকা লাগে উপস্থিত শ্রোতার। ‌ পরে তারা বুঝতে পারেন কিছু একটা ভুল করে বসেছেন সাংসদ। এরপরই শুরু হয়ে যায় বিতর্ক।

আরও পড়ুন:রামমন্দির নির্মান তহবিলে ২ লক্ষ ৪০ হাজার টাকা দিলেন শুভেন্দু

এই উক্তিটি রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে অন্নপূর্ণাকে একথা বলেছিলেন ঈশ্বরী পাটনী। তবে মন্তব্যটি জীবনানন্দের বলে চালিয়ে দেওয়ার পর শ্রোতাদের মধ্যে গুঞ্জন শুরু হলেও তাতে অবশ্য বক্তব্যে কোনও প্রভাব পড়েনি সৌমিত্র খাঁর। তবে তার এই ভুল বক্তব্যকে কটাক্ষ করেছে শাসকদল তৃণমূল। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, স্কুলের বইয়ে আমরা রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনী কবিতা পড়েছি। তাই বিজেপি সাংসদ সৌমিত্র বাবুর শিক্ষাগত যোগ্যতা নিয়ে সন্দেহ জাগছে। তাঁর যে স্কুল শিক্ষাটুকু ঠিকঠাকভাবে হয়নি তা তাঁর এই মন্তব্যেই ধরা পড়ছে। পাশাপাশি তিনি আরো বলেন, বিজেপি বাংলার সংস্কৃতি, বাংলার মনীষীদের বিষয়ে অবগত নয়। তাই তারা অনায়াসে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেছিলেন বলে দিতে পারেন। সেই দলের সাংসদ সৌমিত্র খাঁ আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে এই অবিস্মরণীয় বাক্যের লেখক হিসেবে জীবনানন্দের নাম উল্লেখ করবেন তাতে অবাক হবার কী আছে।

Advt

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...