করোনার কারণে লর্ডস থেকে সরতে পারে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল

লর্ডসের ( lords) থেকে সরতে পারে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল( world test championship) । করোনার (covid) কারণে এমনই সিদ্ধান্ত নিতে চলেছে আইসিসি( icc)। জুন মাসে হওয়ার কথা বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল।

ইতিমধ‍্যেই ব্রিটেনে অতিমারির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে করোনার ভাইরাসের নতুন স্ট্রেন। সেই কারণেই চিন্তা বাড়িয়েছে আইসিসির। তবে যদি লর্ডসে আয়োজন করা হয় বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ, তবে সেখানে মানা হবে করোনার সব প্রটোকল। ক্রিকেটারদের নিরাপদের কথা মাথায় রেখে সব ব‍্যবস্থা করবে বলে জানিয়েছে আইসিসি।

জৈব সুরক্ষা বলয় তৈরি করে ক্রিকেটারদের অনুশীলনের ব্যবস্থা করা হবে। ক্রিকেটারদের রাখা হতে পারে সাউদাম্পটন বা হ্যাম্পশায়ারে। কারণ এই জায়গা গুলিকেই নিরাপদ মনে করছে আইসিসি।

আরও পড়ুন:সৌরভকে ফোন মুখ্যমন্ত্রীর, আসতে পারেন হাসপাতালে

Advt