Saturday, August 23, 2025

‘চেটেপুটে’-র স্বাদ নিতে চলে আসুন সন্তোষ মিত্র স্কোয়ারে

Date:

Share post:

ভোজনরসিক বাঙালির জন্য বৃহস্পতিবার শিয়ালদহের সন্তোষ মিত্র স্কোয়ারে শুরু হল পঞ্চম বর্ষের খাদ্য মেলা ‘চেটে পুটে’। মেলার উদ্বোধন করলেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায় । এই মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত। দেশি-বিদেশি প্রায় ৭০টি খাবারের স্টল রয়েছে এই মেলায়। পান্তা ভাত থেকে শুরু করে বিরয়ানি, পিঠেপুলি এমনকি অক্টোপাসের চাটনিও পাওয়া যাবে বিভিন্ন খাবার স্টলে। মেলায় শুধু রসনা তৃপ্তিই নয়; থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও। প্রখ্যাত শিল্পীদের পাশাপাশি থাকবে স্থানীয় শিল্পীদের নানান মনোরঞ্জনের অনুষ্ঠান।
তাছাড়া প্রায় ৬০০ দুস্থ বাচ্চাদের ভুড়িভোজের ব্যবস্থাও থাকছে একদিন।
উদ্যোক্তা মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মেলায় পিৎজা থেকে পান্তা, অক্টোপাস থেকে পাটিসাপটা, বিরিয়ানি থেকে বেকড সন্দেশ সব পাওয়া যাবে। অংশ নিচ্ছে কলকাতার প্রায় সমস্ত বিখ্যাত রেঁস্তোরা এবং প্রখ্যাত মিষ্টান্ন প্রস্তুতকারী সংস্থা। । প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।
বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধনে ছিলেন রাজনীতিবিদ প্রদীপ ঘোষ, শিল্পী মল্লার ঘোষ, সাংবাদিক কুণাল ঘোষ প্রমুখ বিশিষ্টরা। কোভিডের সমস্ত নিয়মবিধি মেনে অনুষ্ঠিত হচ্ছে এই খাদ্যমেলা।
বিশিষ্ট অভিনেতা খরাজ মুখোপাধ্যায় বলেন, এমন পরিস্থিতিতে এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় । খেতে ভালোবাসেন কম বেশি সকলেই । সেই খাবার যদি স্বাস্থ্য সম্মত হয় তবে কোনও অসুবিধা হবে না । সাংবাদিক কুণাল ঘোষ বলেন, এই কোভিড পরিস্থিতিতেও জীবন কিন্তু থেমে থাকেনি । তাই স্বাভাবিক নিয়মেই নানান সুস্বাদু খাবারের স্বাদ পরখ করতে আসতেই হবে সন্তোষ মিত্র স্কোয়ারের এই খাদ্য মেলায়।
ফলে আর দেরি নয়, আজই আসুন লেবুতলা পার্কে, আর শীতের আমেজে পরখ করে দেখুন দেশি-বিদেশি নানান খাবার ।

 

 

spot_img

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...