Sunday, November 9, 2025

শাহি-সফরের আগেই দলীয় নেতাদের সঙ্গে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে মমতা

Date:

Share post:

দলে ক্রমশ বাড়ছে বিক্ষুব্ধদের সংখ্যা। রুটিন করে প্রায় প্রতিদিনই কেউ না কেউ ‘বেসুরো’ হচ্ছেন৷ দলও তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে৷ একুশের নির্বাচনের মুখে দলের অন্দরে এই প্রবনতা এখনই বন্ধ করতে চান তৃণমূল(TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

সেই লক্ষ্যেই দলের কোর কমিটির (Core Committee) সঙ্গে আজ, শুক্রবার বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। আজ বিকেলে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে হবে এই বৈঠক। বিক্ষুব্ধদের উদ্দেশ্যে কড়া বার্তা দিতে পারেন নেত্রী৷ এছাড়াও সূত্রের খবর, নির্বাচনের আগে দলীয় কৌশলও বোঝানো হবে এই বৈঠকে। কোর কমিটির সদস্যরা তো থাকবেনই, পাশাপাশি সশরীরে ও ভার্চুয়ালি বেশ কিছু বিধায়ক, সাংসদ ও সাংগঠনিক নেতাদের এই বৈঠকে থাকতে বলা হয়েছে৷

ইতিমধ্যেই বেসুরো’দের প্রতি দলের অবস্থান স্পষ্ট করেছেন নেত্রী। বার বার বলেছেন, “যারা ছেড়ে যাবার তারা যেতে পারেন। যারা দল ছেড়ে চলে যাচ্ছেন, তাদের আর দলে ফেরানো হবে না।” মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পরেও দলের অনেকের ক্ষোভ কমেনি৷ আপাতত সর্বশেষ, উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল দলের দুই পদ থেকে ইস্তফা দিয়েছেন। প্রকাশ্যে বলেছেন, দলে ভালো লোকেরা কাজ করতে পারছে না। এই মন্তব্যের পরে দল তাঁকে শোকজ করেছে। যদিও এই শোকজের চিঠি তিনি পাননি বলে জানিয়েছেন প্রবীরবাবু৷ দল আলোচনা বন্ধ করেছে রাজীব বন্দোপাধ্যায় সঙ্গে, একই ব্যবস্থা নিয়েছে লক্ষীরতন শুক্লার প্রতি। আর বৈশালী ডালমিয়াকে তো সরাসরি বহিষ্কারই করা হয়েছে৷ দলের পদ থেকে সরানো হয়েছে নদীয়ার এক নেতাকে।
এসব ঝেড়ে ফেলে এবারের গুরুত্বপূর্ণ বিধানসভা ভোটের প্রস্তুতি নিতেই নেত্রী আজ দলের পদাধিকারী, সাংসদ, বিধায়কদের নিয়ে বৈঠক করতে চলেছেন। রাজীব বন্দোপাধ্যায়, প্রবীর ঘোষাল, লক্ষীরতন শুক্লা এই বৈঠকে তাঁরা যোগ দেন কিনা, রাজনৈতিক মহলের নজর থাকবে সেই দিকে৷ যদিও দলের হুইপ থাকা সত্ত্বেও বিধানসভা অধিবেশনে এই তিনজন যোগ দেননি৷
এদিকে, আজ রাতেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহি- সফরের আগে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তৃণমূল নেত্রীর এই বৈঠক।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...