Wednesday, November 12, 2025

‘কৃষকদের থেকে এক ফোন কলের দূরত্বে রয়েছে সরকার’, সর্বদল বৈঠকে বার্তা মোদির

Date:

Share post:

কৃষি আন্দোলনকে(Farmer Protest) কেন্দ্র করে হিংসাত্মক ঘটনার পর কৃষকদের বিরুদ্ধে কড়া হাতে মাঠে নেমেছে প্রশাসন। এহেন সময়ই শনিবার সর্বদলীয় বৈঠকে(All party meeting) কৃষক ইস্যুতে মুখ খুললেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। তিনি জানিয়ে দিলেন, সরকার কৃষকদের সঙ্গে আলোচনার জন্য সর্বদা প্রস্তুত। পাশাপাশি তিনি আরো বলেন, কৃষকদের থেকে শুধুমাত্র একটি ফোনকলের দূরত্বে রয়েছে সরকার।

এদিন সর্বদলীয় বৈঠকের প্রধানমন্ত্রী বলেন, সরকার সমস্ত রকম সমস্যা নিয়ে আলোচনা করতে সর্বদা প্রস্তুত। এই আলোচনায় সমস্ত দলকে নিজেদের বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া হবে। বৈঠকে কৃষককে ইস্যু উঠে আসতে তিনি বলেন, কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের তরফে কৃষকদের কাছে যে প্রস্তাব দেওয়া হয়েছে তা এখনো বর্তমান। কৃষকদের সঙ্গে সরকার আলোচনা করতে সদা প্রস্তুত।

তথ্য অনুযায়ী শনিবার সংসদের বাজেট অধিবেশনকে কেন্দ্র করে সর্বদল বৈঠকের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্পন্ন হয় এই বৈঠক। সেখানেই প্রধানমন্ত্রী জানান, সরকার কৃষকদের সঙ্গে আলোচনা করে সমস্ত রকম সমস্যার সমাধান বের করতে সব রকম ভাবে চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি তাঁর আরও দাবি, কৃষি আইন নিয়ে কেন্দ্রের প্রস্তাব এখনো বর্তমান রয়েছে। বিগত বৈঠকে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেছিলেন সরকার কৃষকদের থেকে মাত্র একটি ফোনকলের দূরত্বে রয়েছে। সরকার এখনও নিজেদের বক্তব্য(আলোচনার প্রস্তাব) থেকে পিছু হটেনি।

আরও পড়ুন:বিতর্কিত রায় দিয়ে পদ খোয়ানোর মুখে বম্বে হাইকোর্টের বিচারপতি পুষ্পা গানেরিওয়াল

উল্লেখ্য, এদিন সর্বদল বৈঠকে দেশের একাধিক রাজনৈতিক দল এদিনের বৈঠকে অংশ নেয়। কংগ্রেসের তরফ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন গুলাম নবী আজাদ, তৃণমূল কংগ্রেস থেকে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শিরোমনি আকালি দলের বলবীর সিং এবং শিবসেনার বিনায়ক রাউত সহ একাধিক নেতৃত্ব। বিরোধীদের তরফে সবার আগেই কৃষক ইস্যুতে সরকার কি ভাবছে সে নিয়ে প্রশ্ন তোলা হয়। এরপরই সরকারের বক্তব্য বিরোধীদের কাছে স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advt

spot_img

Related articles

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...