Tuesday, January 13, 2026

অসুস্থ হলেও ‘সৃষ্টি’ ভোলেননি, হাসপাতালের বেডে বসেই ‘বাটুল’কে আঁকলেন নারায়ণ দেবনাথ

Date:

Share post:

সদ্য পদ্মশ্রীপ্রাপ্ত শিশু সাহিত্যিক নারায়ণ দেবনাথ অসুস্থ। ভর্তি রয়েছেন বেলভিউ হাসপাতালে। সময় পেলেই হাসপাতালের বেডে বসেই তিনি এঁকেছেন ‘বাটুল’কে।

রেচনতন্ত্রের সমস্যা নিয়ে গত ২৯ জানুয়ারি মিন্টো পার্কের বেলভিউ নার্সিংহোমে ভর্তি হন নারায়ণ দেবনাথ। তাঁর শরীরে কমে গিয়েছিল সোডিয়াম পটাশিয়ামের মাত্রা। সেই থেকে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয় মেডিকেল বোর্ডও। ৬ বছর আগে পেসমেকার বসেছে তাঁর। ফুসফুসের কার্যক্ষমতাও আর আগের মতো নেই। ফলে যেকোনও ধরণের সংক্রমণে তিনি আরও কাবু হয়ে যাবেন, এটা ভেবে চিকিৎসকেরা নারায়ণ দেবনাথকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে না রেখে সাধারণ একটি কেবিনে রাখার সিদ্ধান্ত নেন।

৯৭ বছর বয়সী শিশু সাহিত্যিক নারায়ণ দেবনাথের চিকিৎসার দায়িত্বে রয়েছেন ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ সমরজিৎ নস্কর। চিকিৎসকরা জানিয়েছেন, ‘এই বয়সে স্মৃতিশক্তি দুর্বল হতেই পারে, এটাই স্বভাবিক।’ তবে তাঁকে বাড়িতে পাঠানোর আগে চিকিৎসকরা তাঁর মস্তিষ্কের পরীক্ষা করেন। তাঁকে ডাক্তাররা কাগজ-কলম দিয়ে বলেন, তাঁর সৃষ্টি করা যেকোনও একটি চরিত্রের ছবি আঁকতে। শিশু সাহিত্যিক নারায়ণবাবু ১০ মিনিটের মধ্যে এঁকে ফেলেন হাসি হাসি মুখ ‘বাটুল দি গ্রেট’ -এর ছবি। এই দেখে রীতিমতো উচ্ছ্বসিত চিকিৎসকেরা। চিকিৎসক সমরজিৎ নস্কর জানান, ‘পরীক্ষায় একশোতে একশো পেয়েছেন রোগী।’ হাতে আঁকা ছবিটি চিকিৎসক সমরজিৎ নস্করের মেয়েকে উপহার দিয়েছেন নারায়ণবাবু। চিকিৎসকেরা জানান, তাঁকে দু-তিনদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

আরও পড়ুন-ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকল হায়দরাবাদ, মেট্রোতে ৩০ মিনিটে হৃদযন্ত্র পৌঁছল হাসপাতালে

Advt

spot_img

Related articles

ফাঁকা থাকবে স্টেডিয়াম, জেমাইমা – হরমনপ্রীতদের ম্যাচ নিয়ে বিশেষ ঘোষণা বোর্ডের!

ঘরের মাঠে দেশি - বিদেশি ক্রিকেটাররা একে অন্যের প্রতিপক্ষ হয়ে জমিয়ে দিয়ে দিয়েছেন WPL-র বাইশ গজের লড়াই। প্রতি...

সাতসকালে মেট্রো বিভ্রাট, ব্লু লাইনে আংশিক ব্যাহত পরিষেবা

মঙ্গলবার সকাল থেকেই আংশিক ব্যহত ব্লু-লাইনের মেট্রো চলাচল। সকালের ব্যস্ত অফিস টাইমে চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। দিনের প্রথম...

নিপা ভাইরাসের আশঙ্কা! রাজ্যকে পূর্ণ সহযোগিতার আশ্বাস কেন্দ্রের

রাজ্যের কল্যানী AIMS-এর ICMR-VRDL-এ দুইটি সন্দেহজনক নিপা ভাইরাস সনাক্ত হওয়ার পর রাজ্য সরকারকে পূর্ণ প্রযুক্তিগত, লজিস্টিক ও কার্যকরী সহযোগিতার...

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি সুজয় পাল 

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি ওই আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির...