Friday, December 5, 2025

স্কুল খুললেও কলেজ-বিশ্ববিদ্যালয় এখনই নয়, পরীক্ষা-পঠন-পাঠন চলবে অনলাইনেই

Date:

Share post:

রাজ্যে স্কুল খুললেও এখনই খুলছে না কলেজ-বিশ্ববিদ্যালয়। উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীদের বৈঠকের পর এমনটাই জানানো হয়েছে। উপাচার্য দীপক কর জানিয়েছেন, এই সিদ্ধান্ত অন্তত মার্চ মাস পর্যন্ত কার্যকর হবে। সেক্ষেত্রে স্নাতক স্তরের প্রথম তৃতীয় এবং পঞ্চম এবং স্নাতকোত্তরের প্রথম ও তৃতীয় পর্বের সেমিস্টারের পরীক্ষাগুলি অনলাইনেই হবে। পরীক্ষা ছাড়াও আপাতত ক্লাসও চলবে অনলাইনেই।

এ দিন বৈঠকে কলেজ বিশ্ববিদ্যালয় খোলা কতটা সম্ভব সেই নিয়েই আলোচনা চলছিল উপাচার্যদের সঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। শিক্ষামন্ত্রী সাংবাদিক বৈঠকে জানান, ‘উপাচার্যদের সঙ্গে বৈঠকে স্থির হয়, হস্টেল খোলা মানে বাইরে থেকে অবাধে ছাত্রছাত্রীদের আসা যাওয়া। সেক্ষেত্রে আবার সংক্রমণ আরও বাড়তে পারে। তাই এখনই খুলবে না হোস্টেলগুলিও। তবে গবেষকদের জন্য গুরুত্বের ভিত্তিতে ল্যাবোরেটরি খোলা হবে। তৃতীয়-পঞ্চম সেমেস্টার, সেমেস্টারের পরীক্ষা অনলাইনেই হবে। ৩১ মার্চের মধ্যে শেষ হয়ে যাবে সেই সব পরীক্ষা।’‌

পাশাপাশি সরস্বতী পুজো হওয়া প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় জানান, ‘‌কলেজ–বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো করা যাবে কিনা তা নির্ভর করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার ওপর। সব কিছু কোভিড স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে করতে হবে।’‌

উল্লেখ্য, দু’দিন আগেই ক্লাসরুমে ক্লাস শুরু করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জুওলজি বিভাগের প্রাক্টিক্যাল ক্লাস শুরু হয়। স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের ভর্তি হওয়ার পর এদিন থেকেই প্রথম বিশ্ববিদ্যালয় আসা শুরু করেন পড়ুয়ায়ারা। এদিনের বৈঠকে সেই প্রসঙ্গ উঠে আসে। সিদ্ধান্ত হয় এই বিষয়ে গুরুত্ব অনুযায়ী সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ই। কিন্তু মার্চ পর্যন্ত পুরোদস্তুর অফলাইন ক্লাস শুরু করা যাবে না। আপাতত কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার প্রস্তাব এদিন রাজ্য সরকারকে দিয়েছে উপাচার্যদের সিংহভাগই।

আরও পড়ুন-অসুস্থ হলেও ‘সৃষ্টি’ ভোলেননি, হাসপাতালের বেডে বসেই ‘বাটুল’কে আঁকলেন নারায়ণ দেবনাথ

Advt

spot_img

Related articles

ফুটবলের মধ্য দিয়েই লক্ষ্য জনসংযোগ বৃদ্ধি, হুমায়ুন উদ্যেগে ডেবরায় এমএলএ কাপ

বাংলায় ফুটবল প্রতিভার অভাব নেই। শহর-গ্রামে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রতিভাবান ফুটবলাররা। স্থানীয়  ফুটবল প্রেমীদের উৎসাহ দিতে প্রতি বছরের...

পশ্চিমী শীতল হাওয়ায় দক্ষিণবঙ্গে পারদ পতনের পূর্বাভাস

ঘূর্ণাবর্তের বাধা কেটে এবার পশ্চিমী শীতল হাওয়া ঢুকবে দক্ষিণবঙ্গ (South Bengal)। ফলে তাপমাত্রার পারদ পতনের পূর্বাভাস দিয়েছে আলিপুর...

রেপো রেট কমাল RBI: স্বস্তিতে ঋণগ্রহীতারা, চিন্তিত আমানতকারীরা

বছরের শেষে বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের (RBI)। শুক্রবার সকালে Repo rate ২৫ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন...

Indigo-র ১০০০ বিমান বাতিল! বিমানবন্দরে আতান্তরে যাত্রীরা

বিমান বাতিলের (Flight Cancelled) রেকর্ড গড়ল দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো (Indigo)। গত ৩-৪ দিনে বিমান বাতিল...