তফসিলি জাতি-উপজাতি ও অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের শংসাপত্র (SC, ST OBC certificates) দেওয়ায় রেকর্ড গড়ল রাজ্য সরকার (State Government)। গত দু’মাসে ১৮ লক্ষ ৬৫ হাজার শংসাপত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দফতরের এক সচিব পর্যায়ের আধিকারিক। সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্পে ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের প্রথম চারদিনে ওই পরিমাণ রাজ্যবাসী শংসাপত্র পেয়েছেন বলে দাবি করা হয়েছে।এক টুইটবার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘সানন্দে জানাই যে পশ্চিমবঙ্গ সরকারের #DuareSarkar কর্মসূচির মাধ্যমে ১ মাসেরও কম সময়ে, রাজ্যের তফসিলি, আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্ত মানুষদের মধ্যে ১০ লক্ষেরও বেশি SC/ST/OBC সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। এই প্রচেষ্টার সাথে যুক্ত সকল কর্মীদের আমার অসংখ্য ধন্যবাদ।’

সানন্দে জানাই যে পশ্চিমবঙ্গ সরকারের #DuareSarkar কর্মসূচির মাধ্যমে ১ মাসেরও কম সময়ে, রাজ্যের তফসিলি, আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্ত মানুষদের মধ্যে ১০ লক্ষেরও বেশি SC/ST/OBC সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
এই প্রচেষ্টার সাথে যুক্ত সকল কর্মীদের আমার অসংখ্য ধন্যবাদ।
— Mamata Banerjee (@MamataOfficial) January 15, 2021
বর্তমানে পরিবারের যে কোনও একজনের তফসিলি, আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি সার্টিফিকেট থাকলেই তাকে প্রমাণ হিসেবে গণ্য করে এখন পরিবারের অন্যান্য সদস্যদেরও এই সার্টিফিকেট দ্রুত দেওয়া হচ্ছে।
গ্রাহ্য ও বাতিল সমেত মোট আবেদন জমা পড়েছিল ২০ লক্ষ ৭২ হাজার। ঝাড়াইবাছাই করে ১৮ লক্ষ শংসাপত্র দেওয়া হয়েছে। দফতরের লক্ষ্য আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে অন্তত ২০ লক্ষ মানুষের হাতে এই শংসাপত্র তুলে দেওয়া।