বাংলা নতুন পরিকাঠামো নির্মাণে নজির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ অন্তর্বর্তী বাজেট পেশ করে শুক্রবার মুখ্যমন্ত্রী পরিকাঠামো নির্মাণ ক্ষেত্রে একাধিক ঘোষণা করেছেন৷

শহরে আরও নতুন স্কাইওয়াক, উড়ালপুলের কথা রাজ্য বাজেটে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ মুখ্যমন্ত্রী বলেছেন, “আগামী দিনে পথচলা হবে আরও মসৃণ”।
বাংলার অন্তর্বর্তী বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,
◾মা উড়ালপুল থেকে গুরুসদয় দত্ত রাস্তা পর্যন্ত উড়ালপুল।

◾বাইপাস থেকে নিউটাউন পর্যন্ত উড়ালপুল তৈরি হবে।


◾বাইপাস থেকে নিউটাউন পর্যন্ত উড়ালপুল তৈরি হবে।

◾উল্টোডাঙা-পোস্তা পর্যন্ত উড়ালপুল।

◾পাইকপাড়া-শিয়ালদা পর্যন্ত উড়ালপুল।

◾গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত উড়ালপুল তৈরি হবে।

◾রুবি থেকে কালিকাপুর, বালিগঞ্জে পথচারীদের জন্য স্কাইওয়াক।
◾পার্ক সার্কাসে পথচারীদের জন্য স্কাইওয়াক হবে৷

◾গ্রামে গ্রামে ৪৬ হাজার কিলোমিটার নতুন রাস্তা তৈরি হবে।

আরও পড়ুন:জোড়াবাগান কাণ্ড: নাবালিকার পরিবারের পাশে রাজ্য, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন অগ্নিমিত্রা

◾আগামী ৫ বছরের মধ্যে ৪৬ হাজার কিমি নতুন গ্রামীণ রাস্তা।

◾রাজ্য সড়কের সঙ্গে যুক্ত করা হবে গ্রামীণ রাস্তা।

◾কলকাতা থেকে বাসন্তী ৪ লেনের রাস্তা।
◾টালা থেকে ডানলপ ৬ লেনের উড়ালপুল।
◾উল্টোডাঙা-বাঙুরের সংযোগকারী ৩ কিমি।