অন্তর্বর্তী বাজেটে মুখ্যমন্ত্রীর নজিরবিহীন ঘোষণা, ‘মাতৃবন্দনা’ ও ‘মা’

এই প্রথমবার নিজেই রাজ্যের আর্থিক বাজেট পাঠ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন একাধিক চমক দেওয়া প্রকল্প৷ অন্তর্বর্তী বাজেটে মমতার জোড়া চমক ‘মাতৃবন্দনা’ ও ‘মা’ প্রকল্প। মহিলা ও দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতেই এই দুই প্রকল্প চালু করা হচ্ছে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷

একুশের ভোটের মুখে বাজেটে চমক এই
‘মাতৃবন্দনা’ ও ‘মা’ প্রকল্প৷ মুখ্যমন্ত্রী এদিন এই দুই নতুন প্রকল্পের ঘোষণা করেন৷ এই দুই প্রকল্পের মাধ্যমেই ভোটের আগে রাজ্যের মহিলা ও দুঃস্থ মানুষের মন জিতে নিলেন মুখ্যমন্ত্রী।

শুক্রবারের বাজেট ভাষণে মুখ্যমন্ত্রী বলেছেন, “আমি আনন্দের সঙ্গে ‘মাতৃবন্দনা’ নামে একটি নতুন কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচিতে দুঃস্থ নারীদের নিয়ে বাড়তি ১০ লক্ষ নতুন স্বনির্ভরগোষ্ঠী গঠন করা হবে। এই সমস্ত গোষ্ঠীগুলিকে ব্যাঙ্ক থেকে অথবা সমবায় ব্যাঙ্ক থেকে আগামী ৫ বছরে ২৫ হাজার কোটি টাকার ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে”। এই খাতে আগামী অর্থবর্ষে ১৫০ কোটি টাকা ব্যয়বরাদ্দের প্রস্তাবও করেছেন মমতা৷

আরও পড়ুন:নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী, রাজ্য বাজেটে একাধিক প্রকল্পের ঘোষণা

পাশাপাশি, দ্বিতীয় এক প্রকল্প ‘মা’ নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, “মা প্রকল্পের অধীনে দুঃস্থদের রান্না করা খাবার দেওয়া হবে। দুঃস্থ মানুষ যাতে দো-বেলা খেতে পান, সেই লক্ষ্যেই এই ‘মা’ নামে একটি নতুন প্রকল্প চালু করা হবে৷ এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিভিন্ন এলাকায় সকলের জন্য স্বল্পমূল্যে ‘কমন কিচেন’ চালু করা হবে।

Advt

Previous articleনেতাজির ১২৫তম জন্মবার্ষিকী, রাজ্য বাজেটে একাধিক প্রকল্পের ঘোষণা
Next articleদিনের শেষে ৩ উইকেট হারিয়ে ইংল‍্যান্ডের রান সংখ্যা ২৬৩, শতরান রুটের, দুই উইকেট নিলেন বুমরাহ