Tuesday, May 20, 2025

বদলে যাওয়া কিশোর ভারতী স্টেডিয়ামের উদ্বোধনে মুখ্যমন্ত্রী, হবে লিগের ম্যাচ

Date:

Share post:

আজ, সোমবার দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) এবছর ক্রীড়াক্ষেত্রে পুরস্কার প্রাপকদের সংবর্ধিত করবেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকেই তিনি রিমোট কন্ট্রোলে যাদবপুর-সন্তোষপুরের কিশোর ভারতী স্টেডিয়ামের (Kishore Bharati Stadium) উদ্বোধন করবেন। নব কলেবরে সজ্জিত এই স্টেডিয়ামে সোমবার সন্ধ্যা সাতটায় আই লিগের (I league) ম্যাচে মুখোমুখি হবে চার্চিল ব্রাদার্স ও রিয়াল কাশ্মীর। কোভিড পরবর্তী সময়ে এই প্রথম কোনও ফুটবল ম্যাচে মিডিয়ার প্রবেশাধিকার থাকছে। স্টেডিয়ামে থাকবেন বিশেষ আমন্ত্রিত কিছু দর্শক। এর মধ্যে প্রাক্তন ফুটবলারদের সংখ্যাই বেশি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামের উদ্বোধনও করবেন।

যাদবপুর-সন্তোষপুর কিশোর ভারতী স্টেডিয়াম মানেই পুরোনো ঐতিহ্য। একটা সময় এই মাঠে জাতীয় লিগের ম্যাচ হয়েছে। কলকাতা তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল মহমেডান এই মাঠে চুটিয়ে খেলেছে। “জায়ান্ট কিলার” টালিগঞ্জ অগ্রগামীর হোম গ্রাউন্ড ছিল এই কিশোর ভারতী স্টেডিয়াম। তারপর একটা সময় যত্ন ও পরিচর্চার অভাবে খেলার অযোগ্য হয়ে পড়ে কিশোর ভারতী স্টেডিয়াম।

কিন্তু ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আবার নতুন রূপে সেজে উঠল গর্বের কিশোর ভারতী। যেখানে ফের ফিরতে চলেছে ফুটবল। মিনি যুবভারতীর রূপ নিয়ে কিশোর ভারতীতে শুরু হচ্ছে আই লিগের ম্যাচ। আই এস এল ম্যাচ করার জন্যও চিন্তা ভাবনা শুরু হয়েছে। মেট্রো থেকে শুরু করে বাস, ট্রেন সমস্ত পরিষেবা পাওয়ায় যায়, তাই কিশোর ভারতী কলকাতার অন্যতম মূল স্টেডিয়াম হয়ে উঠতে পারে অদূর ভবিষ্যতে।

নতুনরূপে কিশোর ভারতী এখন ঝাঁ-চকচকে। রাতে খেলার জন্য রয়েছে মায়াবী আলো। মখমলের মত মাঠ। অত্যাধুনিক ড্রেসিংরুম, মিডিয়া সেন্টার, ক্লাব হাউজ। শুধু মাঠ বা গ্যালারি নয়, পুরনো ঐতিহ্য মেনে কিশোর ভারতী স্টেডিয়ামে করা হয়েছে একটি মিউজিয়াম। যেখানে অতীত দিনের ফুটবলারদের স্মৃতির কোলাজ করা হয়েছে।

 

spot_img

Related articles

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...