Monday, May 5, 2025

হুমায়ুন তৃণমূলে যেতেই তোপ লকেটের

Date:

Share post:

তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banarjee) হাত ধরে শাসক দলে নাম লেখাতেই চন্দননগরের প্রাক্তন পুলিশ কমিশনার আইপিএস (IPS) হুমায়ুন কবীরকে (Humayun Kabir) তোপ দাগলেন বিজেপি (BJP) নেত্রী লকেট চট্টোপাধ্যায় (Loket Chatterjee)।

এদিন হুমায়ুন কবীরকে কার্যত হুঁশিয়ারির সুরে হুগলির সাংসদ তোপ দেগে বলেন, “আমাদের প্রথম থেকেই সন্দেহ ছিল। যখন তেলেনিপাড়ায় হিংসার ঘটনা ঘটে, তখন আমি ও অর্জুনদা বার বার ঢোকার চেষ্টা করেছিলাম। কিন্তু তৎকালীন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর ঢুকতে বাধা দেন। হিংসার ঘটনায় উনি ইন্ধন জুগিয়েছেন। উনি বরাবরই তৃণমূলের হয়ে কাজ করেছেন। আমরা আগেও বলেছি, প্রশাসনের ৫০ শতাংশ-ই তৃণমূলের হয়ে কাজ করছে। আমরা সংসদে বলেছি। নির্বাচন কমিশনে বলেছি। আর সেই জন্যই আমরা দাবি করেছি, তৃণমূলের হয়ে যাঁরা কাজ করছেন, তাঁদের যেন নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়। মে মাসে আমরা ক্ষমতায় আসার পর এদের সকলকে জবাব দেব।”

উল্লেখ্য, আজ মঙ্গলবার কালনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় এসে ঘাসফুল শিবিরে আনুষ্ঠানিকভাবে যোগ দেন হুমায়ুন কবীর। এবার বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবীরকে তৃণমূলের তরফে প্রার্থী করা হবে বলেও জানা যাচ্ছে। এপ্রিল পর্যন্ত চাকরির মেয়াদ থাকলেও, জানুয়ানির শেষ সপ্তাহেই চাকরি থেকে ইস্তফা দেন এই দুঁদে আইপিএস অফিসার।
তাঁর স্ত্রী অনিন্দিতা দাস কবীরও আগেই শাসক দলে নাম লিখিয়ে ছিলেন। পেশায় পুলিশ আধিকারিক হলেও সাহিত্য চর্চা ও সিনেমা বানানোয় বিশেষ আগ্রহী হুমায়ুন কবীর।

 

spot_img
spot_img

Related articles

ভালোবাসার অসাধারণ দৃষ্টান্ত হাওড়ায়! মৃত প্রেমিকাকে বিয়ে করে নজির গড়লেন সাগর

ভালোবাসার এমন পরিণতি খুব কমই দেখা যায়। প্রেমিকা প্রাণ ত্যাগ করেছেন আগেই, কিন্তু প্রেমিক তাঁর শেষ ইচ্ছেকে পূরণ...

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...