মীরজাফরদের ক্ষমা করবেন না: মুর্শিদাবাদের সভা থেকে বার্তা মমতার

তৃণমূল ছেড়ে অন্য দলে চলে যাওয়া নেতাদের বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মঙ্গলবার কালনার পরে বহরমপুরে (Baharampur) সভা করেন মমতা। অধীর চৌধুরীর খাসতালুকে বহরমপুরে স্টেডিয়ামে জনসভায় মমতা তৃণমূল (Tmc) ছেড়ে বিজেপিতে (Bjp) যোগ দেওয়া নেতাদের উদ্দেশে তোপ, ‘‘কিছু দুষ্ট গরু, বিজেপিতে চলে গিয়েছে। অনেক দুর্নীতি করেছে। এখন ভাবছে, যদি গরু চুরিতে ধরা পড়ে যাই। যদি দুর্নীতি ধরা পড়ে যাই।’’

তৃণমূলনেত্রীর অভিযোগ করেন, ‘‘বিজেপি সাধারণ মানুষের পার্টি নয়। বড়লোকদের পার্টি, জোতদারদের পার্টি, জমিদারদের পার্টি। গুজরাত বাংলা শাসন করবে না। আগামী দিনেও তৃণমূলই বাংলা শাসন করবে”।

মমতা বলেন, বাংলার নবাব ছিলেন এই মুর্শিদাবাদের সিরাজউদ্দৌলা। সুতরাং মীরজাফরদের এখানকার মানুষ ভালোই চেনেন। তিনি বার্তা দেন, “মীরজাফরকে ক্ষমা করবেন না”।

Previous articleহুমায়ুন তৃণমূলে যেতেই তোপ লকেটের
Next articleসৌরভকে ছুঁলেন বিরাট