Monday, May 5, 2025

কেন সীতার নেপালে, রাবণের লঙ্কায় জ্বালানির দাম কম? সাংসদের প্রশ্নের জবাব দিলেন মন্ত্রী

Date:

Share post:

সীতার নেপালে, রাবণের লঙ্কায় কেন জ্বালানির দাম কম? কেন রামের দেশে পেট্রল-ডিজেলের দাম কম নয়? রাজ্যসভায় প্রশ্ন তুললেন সমাজবাদী পার্টির সাংসদ বিশ্বম্ভর প্রসাদ নিষাদ। তাঁর প্রশ্নের জবাব দিলেন কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

বিশ্বম্ভর বলেন, সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার কথা বলছে। কিন্তু পেট্রল-ডিজেলের দাম বেড়ে যাওয়ায় এতে প্রভাব পড়ছে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আন্তর্জাতিক বাজারের কথা বলছেন। সীতা মায়ের দেশ নেপালে পেট্রল-ডিজেলের দাম সস্তা। রাবণের দেশ শ্রীলঙ্কাতেও এর দাম তুলনায় কম। তাহলে রামের দেশেও কি পেট্রল-ডিজেলের দাম কমবে?

এর উত্তরে পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের জবাব, ভালো প্রশ্ন। হাতে গোনা কয়েকটি দেশের নাম উল্লেখ করেছেন নিষাদ। এই দেশগুলিতে সবার জন্য জ্বালানি দেওয়া হয় না। ভারতের তুলনা কি এই দেশগুলির সঙ্গে করা হবে, নাকি বিশ্বের বৃহৎ অর্থব্যবস্থাগুলির সঙ্গে। এই দেশগুলির সঙ্গে ভারতের তুলনা করা ঠিক নয়। কারণ, ওই দেশগুলিতে সমাজের কিছু অংশই এই জ্বলানির ব্যবহার করেন। কেরোসিনের দামে ভারত ও এই দেশগুলির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এখন বাংলাদেশ,নেপালে কেরোসিনের দাম ৫৭ থেকে ৫৮ টাকা। সেখানে ভারতে কেরোসিনের দাম প্রতি লিটারে ৩২ টাকা।

ধর্মেন্দ্র প্রধান আরও জানান, গত ৩০০ দিনে মাত্র ৬০ দিন দাম বৃদ্ধি হয়েছে পেট্রল-ডিজেলের। এর মধ্যে সাতদিন পেট্রল ও ২১ দিন ডিজেলের দাম কমানো হয়েছে। ২৫০ দিন দামে হ্রাস-বৃদ্ধি হয়নি। কেন্দ্র উৎপাদন শুল্ক বাড়িয়েছে, রাজ্যগুলি ভ্যাট বাড়িয়েছে। এছাড়াও আন্তর্জাতিক ক্ষেত্রে অপরিশোধিত তেলের দাম একটা সূচক, আন্তর্জাতিক উৎপাদন অনুসারে দাম নির্ধারিত হয়।

আরও পড়ুন-বেনজির রায় হাইকোর্টের, রজঃস্বলা হলেই ইচ্ছানুযায়ী বিয়ের অধিকার মুসলিম মেয়েদের!

Advt

spot_img
spot_img

Related articles

বহিরাগত এনে পূর্বপরিকল্পিত হিংসা, দ্রুত সত্য সামনে আসবে: মুর্শিদাবাদে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

বহিরাগত এনে পূর্বপরিকল্পিত হিংসা হয়েছে মুর্শিদাবাদে (Murshibad)। ধর্মীয় নেতা সেজে অনেকে ঘুরে বেড়িয়েছেন। উস্কানি দিয়েছেন। সোমবার, মুর্শিদাবাদ পৌঁছে...

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সহ অধিনায়ক হবেন না জসপ্রীত বুমরাহ

আগামী ২০ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে(WTC) যাত্রা শুরু করবে ভারত। ইংল্যান্ডের(England) বিরুদ্ধে তাদের ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট...

ভার্চুয়াল শুনানিতেই গ্রেফতার! জেলবন্দি অবস্থায় ‘হত্যায়’ আবার জেলে চিন্ময়কৃষ্ণ দাস

সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের যে কোনওভাবেই মাথা তুলে দাঁড়াতে দেবেন না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস (Mohammed Yunus),...

সব জায়গায় সব মন্দির আছে, বিজেপি-র এত রাগ কেন: জগন্নাথধাম নিয়ে মোক্ষম জবাব মমতার

পুরীর মন্দিরকে সম্মান করি। সব জায়গায় সব মন্দির আছে। দিঘায় জগন্নাথমন্দির নিয়ে বিজেপির কটাক্ষের মোক্ষম জবাব দিলেন মুখ্যমন্ত্রী...