Friday, December 19, 2025

ভয়াবহ বিস্ফোরণে আতঙ্ক তামিলনাড়ুতে, মৃত ১১ আহত ৩৬

Date:

Share post:

ভয়াবহ বিস্ফোরণে জেরে শুক্রবার বিকেলে রীতিমতো আতঙ্ক ছড়াল তামিলনাড়ুর(Tamil Nadu) ভেম্বাকট্টি এলাকার আচানকুলাম গ্রামে। এক বাজি কারখানায়(firecracker factory) ব্যাপক বিস্ফোরণের(Blust) জেরে মৃত্যু হয়েছে ১১ জনের। আহত হয়েছেন আরো ৩৬ জন। যাদের মধ্যে অনেকেরই অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই আহতদের উদ্ধার ও বিস্ফোরণস্থলের আগুন নেভাতে উপস্থিত হয়েছে পুলিশ(police) ও দমকল বাহিনী(fire brigade)। পরিস্থিতি খতিয়ে দেখতে ওই এলাকায় গিয়েছেন প্রশাসনের আধিকারিকরাও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের পর স্থানীয়দের সাহায্যে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় সত্তুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, উদ্ধার হয় ৯টি মৃতদেহ। মৃতদের শরীর এতটাই বীভৎসভাবে পুড়ে গিয়েছে যে তাদের শানাক্ত করা কঠিন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে মৃত্যু হয় আরো দুইজনের। এখনো পর্যন্ত এই দুর্ঘটনার মৃত্যু হয়েছে ১১ জনের। খবর পেয়ে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। ৩০ জন উদ্ধারকারী, পাঁচজন আধিকারিক ও স্থানীয়দের সাহায্যে উদ্ধারকার্য শুরু করা হয়েছে ইতিমধ্যেই। দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাজি কারখানা ১০টি ঘর পুরোপুরি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

দমকলের আধিকারিক গণেশান জানান, বাজি কারখানায় যখন বিস্ফোরণ ঘটে তখন ভিতরে প্রায় ৫০ জন কর্মচারী কাজ করছিলেন। যদিও বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা না গেলেও তদন্তকারীদের অনুমান, ওই বাজি কারখানায় বেআইনিভাবে বাজি উৎপাদন হচ্ছিল। তার জেরেই ঘটে এই দুর্ঘটনা। পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন জেলাশাসক আর কান্নান। গুরুতর আহত একাধিক কর্মীকে সাত্তুর হাসপাতাল থেকে মাদুরাইয়ে স্থানান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে।

ভয়াবহ এই বিস্ফোরণের পর মৃতদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি তামিলনাড়ু সরকারের তরফে মৃতদের পরিবারকে ৩ লক্ষ টাকা  এবং আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

Advt

spot_img

Related articles

বহরমপুরে টানা তিনদিন আটকে রেখে গণধর্ষণ, পুলিশের তৎপরতায় দ্রুত গ্রেফতার ২

বহরমপুরে এক আদিবাসী মহিলার উপর ভয়াবহ নির্যাতনের (Sextual harassments) অভিযোগ। তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে একটি ফাঁকা...

মার্লিন গ্রুপের উদ্যোগে কলকাতায় জাতীয় বধির ক্রিকেট চ্যাম্পিয়নশিপের জমকালো উদ্বোধন

শীতের কলকাতায় জমজমাট ক্রিকেট, তবে এই  ক্রিকেট ম্যাচ একটু আলাদা, ২২ গজের নিয়ম এক, কিন্তু যারা খেলতে নেমেছেন...

বাংলায় আবার নিশ্চয়ই মমতার সরকার হবে, বাঙালিরাই দেশের ভবিষ্যৎ বলে দেয়: সংসদ চত্বরে সরব জয়া

তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দীর্ঘদিন সুসম্পর্ক সমাজবাদী পার্টির (SP) রাজ্যসভার (RajyaSabha) সাংসদ...

মেসি ইভেন্টের আর্থিক তদন্তে ইডি, শতদ্রুর বাড়িতে পুলিশের হানা

মেসি ইভেন্টে বিশৃঙ্খলা কাণ্ডে তদন্তে ইডি(ED )। শতদ্রু দত্তের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদনের তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা।...