Thursday, November 13, 2025

জাপানে তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.১

Date:

Share post:

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব জাপানের বিস্তীর্ণ অঞ্চল। রিখটার স্কেলে  এর মাত্রা ছিল ৭ দশমিক ১। শনিবার রাতে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ফুকুশিমার উপকূলে। জাপানি আবহাওয়া দফতর জানিয়েছে, প্রাথমিকভাবে এই ভূমিকম্পের ফলে সুনামির কোনও আশঙ্কা নেই।
শনিবার ১১টা ৮ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। ৩০ সেকেন্ড স্থায়ী ছিল এই ভূমিকম্প। ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও গুরুতর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্প কবলিত এলাকাগুলোর বাসিন্দাদের আফটার শকের বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।
ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয় দেশটির ফুকুশিমা ও সেন্ডাই অঞ্চলে। এ ছাড়াও এই ভূমিকম্পটি বৃহত্তর টোকিও অঞ্চলকেও কাঁপিয়ে দিয়েছে। টোকিও ছাড়াও আরও নয়টি অঞ্চলে ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়।
জাপান ব্রডকাস্টিং কর্পোরেশনে টোকিও বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক তাকশি ফুরুমুরা সতর্কবার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, কয়েকদিনের মধ্যে এই একই মাত্রার ভূমিকম্প আরও হতে পারে। তিনি বলেন, শনিবার রাতের ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল ফুকুশিমার উপকূলে। সম্ভবত সমুদ্রের প্রায় ৩৭ মাইল নিচে ছিল এর কেন্দ্রবিন্দু।
এতোরোফু দ্বীপ একটি বিতর্কিত অঞ্চল। জাপান ও রাশিয়ার মধ্যে এই দ্বীপের অধিকার নিয়ে বেশ কিছুদিন ধরেই সংঘাত চলছে। বর্তমানে এই দ্বীপটি রাশিয়ার অধিকারে রয়েছে। সেখানেই এবার ভূমিকম্প হল।
জাপানের সরকারি সংবাদমাধ্যম এনএইচকে টিভি জানিয়েছে, ভূমিকম্পের ফলে ফুকুশিমা দাই-ইচি পরমাণু কেন্দ্রের কোনওরকম ক্ষতি হয়েছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অবশ্য কোনওরকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কম্পনের ফলে কেউ আহত হননি বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে ভূমিকম্পের ফলে ৮,৬০,০০০টি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে বলে জানিয়েছে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি। ভূমিকম্পের ফলে উত্তর-পূর্ব জাপানে কয়েকটি ট্রেন থেমে যায়।


ভূমিকম্পের খবর পাওয়ার পরেই নিজের দফতরে পৌঁছে যান জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। তাঁর দফতরে ‘ক্রাইসিস সেন্টার’ তৈরি করা হয়েছে।
২০১১ সালের মার্চে ফুকুশিমায় শক্তিশালী ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল দাই-ইচি পরমাণু কেন্দ্র। এই পরমাণু কেন্দ্রের মধ্যে সমুদ্রের জল ঢুকে যায়। পরমাণু কেন্দ্রের তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নষ্ট হয়ে যায়। তাই এবারের ভূমিকম্প নিয়ে রীতিমতো উদ্বিগ্ন জাপান।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...