Saturday, January 10, 2026

কোনও ভারতীয় এই দিনটি ভুলতে পারবেন না : পুলওয়ামা হামলায় সৈনিকদের শ্রদ্ধা মোদির

Date:

Share post:

কোনও ভারতবাসী পুলওয়ামায় ২০১৯ এর জঙ্গি হামলার ঘটনা ভুলতে পারবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনে করালেন, পুলওয়ামায় ঘটা সেই নারকীয় ঘটনার কথা। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় বাহিনীদের কনভয়ে এক আত্মঘাতী জঙ্গি আইইডি বিস্ফোরণ ঘটালে নিহত হয়েছিলেন ৪০ সিআরপিএফ জওয়ান। মোদি জানিয়েছেন, সৈন্যদের দেখানো সাহসিকতা প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তামিলনাড়ুর রাজধানী চেন্নাই সফরে গিয়ে বলেন, “কোনও ভারতীয় আজ এই দিনটিকে ভুলতে পারে না। দু’বছর আগে পুলওয়ামায় ঘটা ঘটনার কথা। আমরা যে সমস্ত বীর জওয়ানদের হারিয়েছি তাঁদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি। আমরা সুরক্ষা বাহিনী নিয়ে গর্বিত এবং তাঁদের সাহসিকতা প্রজন্মকে অনুপ্রাণিত করবে।” প্রধানমন্ত্রী চেন্নাইয়ের বেশ কয়েকটি মূল প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর অনুষ্ঠানের পরে বক্তব্য রাখছিলেন।

আরও পড়ুন-ব্যাঙ্কিং সমস্যার সমাধান বেসরকারিকরণ নয়, সরব প্রাক্তন RBI গভর্নর

২০১৯ সালে ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। ঘটনায় শহিদ হয়েছিলেন ৪০ জন সিআরপিএফ জওয়ান। ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে উঠে আসে পাক জঙ্গি সংগঠন জইশ-ই- মহম্মদের নাম। এদিন কনভয়ে ছিল ৭৮ বাস। প্রায় আড়াই হাজার সেনা এদিন জম্মু থেকে শ্রীনগরে যাচ্ছিলেন। সেই সময় তাঁদের উপর এই হামলা চালানো হয়।

পুলওয়ামা হামলার দ্বিতীয় বর্ষপূর্তিতে নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশের নেতা-মন্ত্রীরা। দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করে লেখেন, “আমি সিআরপিএফ-এর সেই সব বীর জওয়ানদের শ্রদ্ধা জানাচ্ছি যাঁরা ২০১৯ পুলওয়ামা হামলায় নিজেদের প্রাণ দিয়েছেন। ভারত কখনই তাঁদের দেশসেবা ও চূড়ান্ত বলিদানকে ভুলবে না। আমরা তাঁদের পরিবারের পাশে আছি।”

আরও পড়ুন-কৃষি আইনের বিরুদ্ধে এবার সরব বিজেপি সাংসদ সুব্রহ্মণিয়াম

টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “আমি বীর শহিদদের সামনে মাথা নত করছি, যাঁরা ২০১৯ সালে আজকের দিনে পুলওয়ামা হামলায় প্রাণ দিয়েছেন। ভারত কখনই তাঁদের অসীম সাহস ও চরম বলিদান ভুলবে না।”

পুলওয়ামা হামলার ঘটনায় শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, “পুলওয়ামা হামলায় শহিদ হওয়া বীর সেনাদের শ্রদ্ধা। তাঁদের পরিবারকে প্রণাম। দেশ আপনাদের ঋণী।”

Advt

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...