Sunday, August 24, 2025

দলীয় নেতাকে অপসারণ কেন? প্রতিবাদে বিজেপি সদর দফতরের সামনে কর্মীদের তুমুল বিক্ষোভ

Date:

Share post:

দীর্ঘদিনের দলের সক্রিয় নেতাকে পদ থেকে অপসারণের প্রতিবাদে রবিবার দুপুরে রাজ্য বিজেপির (BJP) সদর কার্যালয়ের সামনে তুমুল বিক্ষোভ গেরুয়া শিবিরের কর্মীদের। হেস্টিংসের অফিসে এসে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়(Locket Chatterjee)। পরে তিনি নেতৃত্বের সঙ্গে বিষয়টি আলোচনা করার আশ্বাস দিলে নিস্তার পান। এ নিয়ে রবিবার দুপুরে এ নিয়ে বেশ অশান্তি ছড়িয়ে পড়ল বিজেপির রাজ্য সদর দফতরের সামনে।

ঠিক কী কারনে বিক্ষোভ? জানা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক বিজেপি সাংগঠনিক জেলার দায়িত্ব সামলেছেন শুভঙ্কর দত্ত মজুমদার (Shuvankar Dutta Majumdar)। বেশ জনপ্রিয়ও ছিলেন তিনি। কিন্তু ভোটের মুখে হঠাৎ তাঁকে সমস্ত পদ থেকে অপসারিত করা হয়। তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন তাঁর অনুগামীরা। বিক্ষোভকারী বিজেপি কর্মীদের দাবি, শুভঙ্কর দত্ত মজুমদারের মত নেতারা দলের সম্পদ ও দলের জন্য উপযুক্ত। তাঁর নেতৃত্বে দক্ষিণ ২৪ পরগনায় সংগঠন মজবুত করতে পেরেছে বিজেপি। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ঠিক ভোটের মুখেই তাঁর পদ থেকে অপসারণ কিছুতেই মেনে নেওয়া হবে না। রবিবার দুপুরে ওই নেতার ছবি দেওয়া হোর্ডিং নিয়ে বিজেপি অফিসের সামনে বিক্ষোভ দেখান শয়ে শয়ে বিজেপির দলীয় কর্মী। বিক্ষোভ সামাল দিতে হিমশিম খায় পুলিশও। বিক্ষোভের মুখে পড়েন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি পরে জানান, শীর্ষ নেতৃত্বের সঙ্গে এই নিয়ে কথা বলবেন। তারপর তাঁকে যেতে দেন কর্মীরা।

আরও পড়ুন- হুগলিতে ডানলপ মাঠে মোদির জনসভা, সভাস্থল পরিদর্শন লকেটের

Advt

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...