Thursday, August 28, 2025

বেসরকারিকরণ করার তালিকায় দেশের ৪টি ব্যাঙ্ক! আশংকায় ভুগছেন সাধারণ মানুষ

Date:

Share post:

বহু সিদ্ধান্তের কারণে অহরহ সমালোচিত কেন্দ্রীয় সরকার। কিন্তু তাতে কোনও ভ্রূক্ষেপ নেই তাদের। যার মধ্যে বেসরকারিকরণ অন্যতম আলোচ্য বিষয়। এখন আবার শোনা যাচ্ছে বেসরকারিকরণের তালিকায় নাম লিখিয়েছে দেশের চারটি ব্যাঙ্ক। এই খবর চাউর হওয়ার পর স্বভাবতই চিন্তায় পড়েছেন ব্যাঙ্কগুলোর গ্রাহকেরা।

সাধারণ বাজেট পেশ করার সময়েই অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছিলেন দু’টি ব্যাঙ্ককে বেসরকারিকরণ করতে চাইছে কেন্দ্র। বাজেট অধিবেশন শেষ হওয়ার আগেই কেন্দ্র এই কাজ করা শুরু করে দিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এক আন্তর্জাতিক সংবাদমাধ‌্যমের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বেসরকারিকরণের জন‌্য আপাতত চারটি মাঝারি মাপের ব্যাঙ্ককে বেছে নিয়েছে নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার। বেসরকারিকরণ করার প্রাথমিক তালিকায় থাকা ব্যাঙ্ক চারটি হল- ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র (Bank of Maharashtra), ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India), ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India)। উক্ত সংবাদমাধ্যমের দাবি, সরকারি সূত্রের কাছ থেকে খবরের মাধ্যমেই তাদের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। খবরে প্রকাশ, উক্ত চার ব্যাঙ্ক-এর মধ্যে দু’টিকে বেছে নিয়ে ২০২১-২২ আর্থিক বর্ষে বেসরকারিকরণ করা হবে।

কেন্দ্রের এই সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষের পাশাপাশি বিভ্রান্তিতে রয়েছেন ব্যাঙ্কের কর্মীরাও। বেসরকারিকরণের পর কর্মক্ষেত্রে তাদের ভবিষ্যৎ কী হবে তা ভেবেই অনেকের ঘুম উড়েছে। সরকারের দাবি, এই সিদ্ধান্তের ফলে ব্যাঙ্কগুলোর কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। আপাতত জল মাপার জন্য ছোটো বা মাঝারি মাপের ব্যাঙ্কগুলোর ওপর এই সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে বলে মনে করা হচ্ছে। পরে বেসরকারিকরণের জন‌্য কিছু বড় ব্যাঙ্কও বেছে নেওয়া হতে পারে বলে।

আরও পড়ুন:  মইদুলের মৃত্যুর প্রতিবাদে দিল্লির বঙ্গভবনে বিক্ষোভ ডিওয়াইএফআই-এর

Advt

spot_img

Related articles

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...