মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে দুষ্কৃতীদের বোমার আঘাতে গুরুতরভাবে জখম হন মন্ত্রী জাকির হোসেন। তার ঠিক ২৪ ঘন্টার মধ্যেই বদলি করা হল জেলাশাসককে। বৃহস্পতিবারই রাজ্যের একাধিক সচিব পদে রদবদল করা হয়েছে, তার মধ্যে মুর্শিদাবাদের জেলাশাসক বদল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুর্শিদাবাদ জেলার জেলাশাসক ছিলেন জেপি মিনা। তাঁকে রাজ্যের স্বাস্থ্য দফতরের অতিরিক্ত সচিব পদে নিয়ে আসা হল। আর মুর্শিদাবাদের জেলাশাসক পদে নিয়ে যাওয়া হল শরদকুমার দ্বিবেদীকে, যিনি স্বাস্থ্য দফতরের অতিরিক্ত সচিব ছিলেন। এছাড়া বদল করা হয়েছে দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসকও। জেলাশাসক পি উলগানাথনকে কেএমডিএ-র সিইও করা হল আর কেএমডিএ-র সিইও অন্তরা আচার্যকে নিয়ে যাওয়া হল দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসক পদে। রুটিন বদলি, বলছে রাজ্য প্রশাসন।

আরও পড়ুন- আবার এনআরএস কাণ্ডের ছায়া, বিষ খাইয়ে মারা হল ১৫টি কুকুরকে
