Friday, November 7, 2025

মানবাধিকার নিয়ে সরব, দিশা রবির সমর্থনে বার্তা গ্রেটার

Date:

Share post:

টুলকিট (toolkit) কাণ্ডে গ্রেফতার হওয়া সমাজকর্মী দিশা রবির (disha ravi) পাশে দাঁড়ালেন সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ (greta thunbarg)। আন্তর্জাতিক তারকা এই পরিবেশকর্মী শনিবার ট্যুইট করে দিশার পাশে থাকার বার্তা দেন। নিজের ট্যুইটার হ্যান্ডেলে দিশার সমর্থনে গ্রেটা থুনবার্গ লিখেছেন, বাক্‌স্বাধীনতা, শান্তিপূর্ণ অবস্থান এবং মানবাধিকার এগুলির সঙ্গে কখনও কোনও আপস করা যায় না। এটা গণতন্ত্রের মৌলিক অধিকারের অংশ হওয়া উচিত। #standwithdisharavi লিখে এই পোস্ট শেয়ার করেছেন গ্রেটা। কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের লাগাতার আন্দোলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় টুলকিট শেয়ারের অভিযোগে ২২ বছরের পরিবেশকর্মী দিশাকে তিনদিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির আদালত। ৫ দিনের পুলিশি হেফাজতের শেষে শুক্রবার পাতিয়ালা কোর্টে তোলা হয় সমাজকর্মী দিশাকে। এই ঘটনায় জড়িত থাকায় দিশা রবি, পুণের ইঞ্জিনিয়ার শান্তনু মুলুক এবং আইনজীবী নিকিতা জেকবের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনেছে দিল্লি পুলিশের সাইবার সেল। ইতিমধ্যেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের দাবি, দিশা রবি, নিকিতা জেকব, শান্তনু মুলুক টুলকিট তৈরি করে অন্যদের সঙ্গে শেয়ার করতেন।

আরও পড়ুন:বাংলা নিজের মেয়েকেই চায়: নয়া স্লোগানে নাগরাকাটা মাতালেন অভিষেক

গ্রেটার সংস্থা ‘ফ্রাইডেস ফর ফিউচার'(FFF) #স্ট্যান্ডউইথদিশারবি (#standwithdisharavi) দিয়ে শনিবার যে টুইট করেছে তাতে বলা হয়েছে, বাক স্বাধীনতা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ এবং জমায়েত মানবাধিকারের প্রাথমিক শর্ত। যাঁরা বিপন্ন তাঁদের প্রতি সুবিচার সুনিশ্চিত করতে শান্তিপূর্ণভাবে এবং সম্মানের সঙ্গে আওয়াজ তুলতে হবে। এর পাশাঅ আরও একটি টুইটে গ্রেটার সংস্থা এফএফএফ জানিয়েছে, দিশা এই আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ। শুধুমাত্র ভারতের পরিবেশ নিয়েই সরব হননি তিনি, দেশের সবচেয়ে প্রান্তিক ও বিপন্ন শ্রেণির হয়েও সরব হয়েছেন।

Advt

spot_img

Related articles

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...