Tuesday, May 6, 2025

‘মেয়েদের সম্মান শ্বশুরবাড়িতে’, শীর্ষ নেতৃত্বের ধমক খেয়ে টুইট মুছলেন অনুপম হাজরা

Date:

Share post:

রাজনীতির ময়দানে তৃণমূলকে তোপ দাগতে গিয়ে এক টুইট করেছিলেন অনুপম হাজরা(Anupam hazra)। যে টুইটে তাঁর দাবি ছিল, বাংলা ছেলেকে মুখ্যমন্ত্রী হিসেবে চায় রাজ্যে, মহিলা নয়। মেয়েদের সম্মান শ্বশুরবাড়িতেই। অনুপম হাজরার এহেন টুইটকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ব্যাপক বিতর্ক শুরু হয় রাজ্যজুড়ে। এমন নারীবিদ্বেষী মূলক আলপটকা টুইট অবশ্য বেশিক্ষণ নিজের টুইটার অ্যাকাউন্টে রাখেননি বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক তথা বিজেপি(BJP) নেতা অনুপম হাজরা। কিছুক্ষণের মধ্যেই টুইটটি ডিলিট করে দেন তিনি। জানা যাচ্ছে, শীর্ষ নেতৃত্বের ধমকেই টুইটটি ডিলিট করতে বাধ্য হয়েছেন ওই গেরুয়া নেতা।

জাতীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে অভিযোগ কম নেই। বিরোধীদের তরফে বারবার দাবি করা হয়, বিজেপি দলটির সাম্প্রদায়িক, নারীবিদ্বেষী ও গণতন্ত্রবিরোধী। ফলস্বরূপ রাজ্যে নির্বাচনের আঙিনায় দলকে কালিমালিপ্ত করার মত এই ধরনের কোনও ছবি যাতে প্রকাশ্যে না আসে তার জন্য মেপে পা ফেলে চলেছে বিজেপি। তবে অনুপম হাজরার এই টুইট বড়সড় বিপদ ডেকে আনতে পারে অনুমান করে তড়িঘড়ি পদক্ষেপ নেয় শীর্ষ বিজেপি নেতৃত্ব। বিজেপি সূত্রের খবর, অনুপম হাজরা টুইট করার পর বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই অনুপম হাজরা সঙ্গে যোগাযোগ করেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বরা। এবং রীতিমত ধমকের সুরে তাকে ওই টুইট ডিলিট করতে বলা হয়। এবার বাধ্য হয়েই টুইটটি ডিলিট করে দেন অনুপম। যদিও ততক্ষনে যা হওয়ার হয়ে গিয়েছে। এখানে টুইটার তীব্র বিরোধিতা করে সরব হয়েছে তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। এহেন মন্তব্যের বিরোধিতা করেছেন নেটিজেনরাও।

আরও পড়ুন:বাংলায় পা সোমবার, নির্বাচনী কৌশল ঠিক করতে দফায় দফায় বৈঠক মোদির

উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের তরফে নতুন স্লোগান তোলা হয়েছে ‘বাংলা নিজের মেয়েকে চায়।’ তৃণমূলের স্লোগানের পাল্টা দিতে গিয়েই ‘সেম সাইড গোল’ করে বসতে দেখা যায় অনুপম হাজরাকে। রবিবার এক টুইটে তিনি লেখেন, ‘বাংলা নিজের ছেলেকেই মুখ্যমন্ত্রী চায়’, ‘মেয়েদের সম্মান শ্বশুরবাড়িতে’। বিজেপির এই ‘ছেলে’ মুখ্যমন্ত্রী কে? এ বিষয়ে বিজেপির তরফে অবশ্য স্পষ্টভাবে কিছু বলা হয়নি। তবে দ্বিতীয় উক্তিতে(‘মেয়েদের সম্মান শ্বশুরবাড়িতে’) গেরুয়া শিবিরের ‘নারী বিরোধী’ মনোভাব বেশ স্পষ্ট হয়ে উঠেছে। আর তার জেরেই টুইট মোছার জন্য শীর্ষ নেতৃত্বের ধমক খেতে হল অনুপম হাজরাকে।

Advt

spot_img

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...