Thursday, November 13, 2025

আজ নিজামদের হারালেই চ্যাম্পিয়ন বাগান

Date:

Share post:

সোমবার লিগ টেবিলে তৃতীয় স্থানে থাকা হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে মাঠে নামবেন রয় কৃষ্ণারা। আর ২৮ ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। গ্রুপ পর্ব শেষে এক নম্বর স্থান ধরে রাখতে হলে বাকি দু’ম্যাচ থেকে অন্তত তিন পয়েন্ট পেতেই হবে এটিকে মোহন বাগানকে। তাই তাই হায়দরাবাদ ম্যাচের আগে সাবধানী হাবাস। তিনি বলেছেন, ‘ডাবল লেগের শেষে এক নম্বরে থাকাই আমাদের প্রথম লক্ষ্য। তা পূরণ করতে হলে বাকি দু’টি ম্যাচ জিততে হবে।’
সোমবারই হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচ। তাই শনিবার সন্ধ্যায় প্র্যাকটিসে ডার্বিতে খেলা প্রথম একাদশের ফুটবলারদের স্রেফ ‘রিকভারি’ ট্রেনিং হয়। বাকিরা পুরোদমে অনুশীলন করেন। মার্সেলিনহো শনিবার বিশ্রামে ছিলেন। ডার্বিতে তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট লাগে। সোমবার অনিশ্চিত এই ব্রাজিলিয়ানটি। তাই এডু গার্সিয়াকে ফিট করে তোলার দিকে বাড়তি নজর ছিল টিম ম্যানেজমেন্টের। হায়দরাবাদ বেশ শক্তিশালী দল। মাঝমাঠে লিস্টন কোলাসো, হোলিচরন নার্জারি, হিতেশ শর্মার মতো ভারতীয়রা দারুণ খেলছেন। স্টপারে নির্ভরতা দিচ্ছেন চিংলানসানা সিং।  তাছাড়া হায়দরাবাদের বিদেশি-ব্রিগেড এই মুহূর্তে বেশ ধারালো। দুই স্প্যানিশ স্ট্রাইকার ফ্রান্সিসকো স্যান্ডোজা, অ্যারিডেন সান্তানা নিয়মিত গোল করছেন। ওই দু’জনের সঙ্গে ব্রাজিলিয়ান মিডিও জোয়াও ভিক্টরের বোঝাপড়াও বেশ ভালো। রক্ষণে স্প্যানিশ ডিফেন্ডার ওডেই বড় ভরসা। উল্লেখ্য, হায়দরাবাদকে হারাতে পারলে ডাবল লেগের শেষে কলকাতার প্রথম ক্লাব হিসেবে ২০২২ সালের চ্যাম্পিয়ন্স লিগে খেলার পথে আরও এক ধাপ এগিয়ে যাবেন কৃষ্ণারা। সেই লক্ষ্যে প্র্যাকটিসের শেষে শনিবার রাতে হায়দরাবাদ দলের খেলা নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে সবুজ-মেরুন শিবিরে। ডার্বি এখন হাবাসের কাছে অতীত।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...