Saturday, January 10, 2026

২ দিনের বিরতির পর ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

Date:

Share post:

মাঝে দু’দিনের বিরতি। ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম।  মঙ্গলবার পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়েছে ২৫ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ৩৫ পয়সা। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে প্রতি লিটারে ৯১ টাকা ১২ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৮৪ টাকা ২০ পয়সা হয়েছে। রাজধানী দিল্লিতে আজ পেট্রলের দাম লিটার পিছু ৯০ টাকা ৯৩ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৮১ টাকা ৩২ পয়সা। চেন্নাইতে আজ পেট্রোলের দাম ৯২ টাকা ৯০ পয়সা আর ডিজেলের দাম ৮৬ টাকা ৩১ পয়সায় পৌঁছেছে। মুম্বইয়ে মঙ্গলবার প্রতি লিটারে পেট্রোলের দাম ৯৭ টাকা ৩৪ পয়সা আর ডিজেলের দাম ৮৮ টাকা ৪৪ পয়সায় পৌঁছেছে।

এদিকে আজ থেকেই পেট্রোল ডিজেলে ১ টাকা সেস কমিয়েছে রাজ্য সরকার। তবে দু’দিন এক জায়গায় থাকার পর আজ ফের পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির ফলে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তদের। দেশে পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে শুরু করে ৯ ফেব্রুয়ারি থেকে। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ছিল ৮৬.৯৫ টাকা। ডিজেলের দাম ছিল ৭৭.১৩ টাকা। কিন্তু আজ পেট্রোলের দাম প্রতি লিটারে পিছু  ৯০.৯৭ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮১.৩৬ টাকা। অর্থাৎ ১৫ দিনের মধ্যে দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে ৩.৯৮ টাকা এবং ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ৪.১৯ টাকা।

পেট্রোপণ্যের দাম কমাতে উদ্যোগী হয়েছে রাজ্য, সেস থেকে ১ টাকা ছাড় দিচ্ছে রাজ্য। সোমবার মধ্যরাত থেকে যা রাজ্যে কার্যকর হয়েছে। ৯০ এর গণ্ডি পেরিয়েছে আগেই এবার ক্রমশ সেঞ্চুরির দিকে এগোচ্ছে পেট্রোলের দাম! ভোটের মুখে লাগাতার পেট্রোপণ্যের দামবৃদ্ধি নিয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ শানাচ্ছে বিরোধীরা।  একাধিকবার এইনিয়ে সরব হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandyopadhaya)। সেস কমানোর সিদ্ধান্তও নিয়েছে রাজ্য সরকার।

Advt

spot_img

Related articles

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...