Saturday, August 23, 2025

বাংলায় ফিরছে বাংলার মেয়ে, পুরনো টুইট সামনে এনে বিজেপিকে বার্তা পিকের

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের (WB Election 2021) দিন ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই সামনে এলেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)।
তাঁর নিজেরই এক পুরনো টুইটের কথা মনে করিয়ে দিয়ে বিজেপিকে (BJP) ফের নিশানা করলেন তিনি৷ শনিবার সকালেই গেরুয়া বাহিনীর বিরুদ্ধে তোপ দেগে টুইটে পিকে লিখেছেন, “২ মে আমার পুরনো টুইটের কথাটা মনে রাখবেন।”

একুশের ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে৷ ক্রমেই বঙ্গ রাজনীতিতে বাড়ছে উত্তাপ। সেই পরিস্থিতিতেই তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর ফের আসরে৷ গত
ডিসেম্বরে একটি টুইটে আলোড়ন ফেলেছিলেন পিকে৷ বলেছিলেন, ‘দুই অঙ্ক পেরিয়ে তিন অঙ্কে যাবে না। এর থেকে বিজেপি ভালো ফল করলে তিনি নিজের জায়গা ছেড়ে দেবেন’৷ ভোটের দিন ঘোষণার পর সেই পুরনো টুইটকেই মনে করিয়ে ফের টুইট করলেন পিকে।
শনিবার পিকে টুইটারে লিখেছেন, “গণতন্ত্রের অন্যতম বড় লড়াই হতে চলেছে পশ্চিমবঙ্গে। বাংলার মানুষ তাঁদের বার্তা দিতে তৈরি। তাঁরা সঠিক সিদ্ধান্তই জানাবেন।” টুইটের শেষে পিকে লিখেছেন, “২ মে আমার পুরনো টুইটের কথাটা মনে রাখবেন।”

প্রসঙ্গত, গত ২১ ডিসেম্বর টুইটারে পিকে লিখেছিলেন, “যতই হাইপ হোক না কেন, বাস্তব হল বিজেপি দুই অঙ্ক পেরিয়ে তিন অঙ্কে পৌঁছতে পারবে না”। এরপর কার্যত চ্যালেঞ্জ করেই তিনি লিখেছিলেন, “এই টুইটটি সেভ করে রাখুন। যদি বিজেপি এর থেকে ভালো ফল করে, তাহলে এই জায়গা ছেড়ে দেব।”

একুশের ভোটযুদ্ধে পিকে- ম্যাজিক কতখানি কার্যকর হয়, সেদিকেই তাকিয়ে তৃণমূল-সহ প্রায় সব রাজনৈতিক পক্ষ।ভোট ঘোষণার পরই যেভাবে পুরনো টুইটের কথা টেনে বিজেপিকে নিশানা করলেন পিকে, তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বাংলার রাজনৈতিক মহল।

spot_img

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...