উত্তরবঙ্গে ভূমিপুত্রকে প্রার্থী চেয়ে পোস্টার: বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের

একুশের নির্বাচনের প্রার্থী ঘোষণার আগে তৃণমূলের পোস্টার ঘিরে চাঞ্চল্য শিলিগুড়ি (Siliguri) সংলগ্ন ডাবগ্রাম – ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে। ওই এলাকার বিধাযক গৌতম দেব (Goutam Dev)। তিনি মূলত শিলিগুড়ির বাসিন্দা। কিছুদিন আগে ওই এলাকায় বাড়ি ভাড়া নিয়েছেন। তাঁর জায়গায় কি ডাবগ্রাম-ফুলবাড়ির কেউ প্রার্থী হতে চান? দলের মধ্যে এ নিয়েই আলোচনা তুঙ্গে।

আরও পড়ুন-ব্রিগেডে মোদির উপস্থিতিতেই কি পদ্মে যোগ? মুখ খুললেন সৌরভ

এদিন স্থানীয়রা লক্ষ্য করেন “ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের (Tmc) প্রার্থী আমরা ভূমিপুত্র চাই” পোস্টারের (Poster) নীচে লেখা “আমরা দিদির তৃণমূল কংগ্রেসের সৈনিক”। একে ঘিরে সরগরম রাজনীতি মহল।

এই বিধানসভা কেন্দ্রে গতবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল গৌতম দেব। তিনি রাজ্যের মন্ত্রী। তৃণমূলের অভিযোগ, এই পোস্টার কাণ্ডে বিজেপির (Bjp) হাত থাকতে পারে এসবের আড়ালে। যদিও বিজেপির দাবি, তারা তৃণমূলের কে প্রার্থী হবেন তা নিয়ে এতটুকুও চিন্তিত নয়। কারণ, ওই এলাকায় গত লোকসভা ভোটে বিজেপি এগিয়ে। সব মিলিয়ে সরগরম এলাকা।

Advt

Previous articleব্রিগেডে মোদির উপস্থিতিতেই কি পদ্মে যোগ? মুখ খুললেন সৌরভ
Next articleকরোনার টিকা নিলেন পেলে