Sunday, August 24, 2025

‘হাত-পা ভেঙে আমিই চিকিৎসা করাব’, প্রচারে নেমে হুমকির সুর সুশান্তর গলায়

Date:

Share post:

দীর্ঘ ১০ বছর পর মাস তিনেক হল আদালতের নির্দেশে নিজ জেলায় ঢোকার অনুমতি পেয়েছেন একদা দোর্দণ্ডপ্রতাপ নেতা সুশান্ত ঘোষ(Sushanta Ghosh)। নির্বাচনী প্রচারও শুরু করেছেন জোরকদমে। আর প্রচারে নেমেই স্বমহিমায় ধরা দিলেন এই সিপিআইএম(CPIM) নেতা। রীতিমতো হুমকির সুরে তিনি জানালেন, ‘ঘর থেকে তুলে নিয়ে এসে হাত পা ভাঙব’।

আদালতের নির্দেশে নিজের জেলায় ফেরার অনুমতি পেয়ে ইদানিং নিয়মিত পার্টি অফিসে বসছেন সুশান্ত ঘোষ। বহু বছর পর নেতাকে পেয়ে তার আশেপাশে ভিড় জমাচ্ছেন পুরনো সহকর্মীরা। সম্ভাব্য প্রার্থী তালিকা এখনো প্রকাশিত না হলেও প্রচার শুরু হয়ে গিয়েছে জোর কদমে। শোনা যাচ্ছে, এবারের নির্বাচনে সুশান্তকে প্রার্থীও করতে পারে সিপিএম। সম্প্রতি, একদা মাওবাদী অধ্যুষিত শালবনির ভালুকশোল গ্রামে প্রচারে গিয়েছিলেন সুশান্ত ঘোষ। সেখানেই মানুষের সঙ্গে কথা বলার সময় রীতিমতো হুমকির সুরে তিনি জানান, ‘মাওবাদীরা জানে, তৃনমূলের বাপ ঠাকুরদা জানে, বিজেপির বাপ ঠাকুরদাও জানে সুশান্ত ঘোষ কে! এত দিন থাকতে পারিনি, যাঁর ক্ষমতা হবে হাত দেওয়ার, তাঁকে তুলে এনে হাত পা ভেঙে আমিই চিকিৎসা করাব।’

আরও পড়ুন:মমতা ‘বাংলার বাঘিনী’: বিধানসভা ভোটে তৃণমূলকে পূর্ণ সমর্থন শিবসেনার

তবে সুশান্তর এহেন মন্তব্যের প্রেক্ষিতে বামেদের যুক্তি, উনিশের লোকসভা নির্বাচনে প্রচারে বেরিয়ে এক বামকর্মীকে রীতিমত সমস্যায় পড়তে হয়েছিল এলাকায়। তাকে ভয় দেখানোর পাশাপাশি মারধর কোনও কিছুই বাদ যায়নি। পুরনো সেই কথা শোনার পর ক্রুদ্ধ হয়েই ওই কর্মীকে সাহস যোগাতে একথা বলেছেন সুশান্ত। উল্লেখ্য, একটা সময় ছিল যখন এই এলাকায় সুশান্ত ঘোষের দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। পরে বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডে তার নাম জড়ায়। এরপর গ্রেফতারির পাশাপাশি বহু বছর আদালতের দরজায় দরজায় ঘুরতে হয়েছে তাকে। সম্প্রতি পুরনো বাধা পেরিয়ে নিজ জেলায় ফিরেছেন তিনি। জনসমর্থন আদায় করতে দলের একাধিক কর্মসূচিতে দেখা যাচ্ছে তাকে। সেখানেই এবার হুঁশিয়ারির সুর শোনা গেল সুশান্তর গলায়।

Advt

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...