Thursday, August 28, 2025

‘তৃণমূল ফিরলে বাংলা হবে কাশ্মীর’, শুভেন্দুর মন্তব্যের পাল্টা তোপ ওমর আবদুল্লা-র

Date:

Share post:

“একুশের ভোটে তৃণমূল ফিরলে বাংলা হবে কাশ্মীর”৷

আগেও একাধিকবার বলেছেন, রবিবারের ব্রিগেডে ফের একথাই বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷

এবার কিন্তু কাশ্মীরের (Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা-র (Omar Abdullah) পাল্টা তোপের মুখে শুভেন্দু (Suvendu Adhikary)৷

সম্ভবত, লক্ষ্য ছিলো তৃণমূল কংগ্রেস৷ কিন্তু ঘাসফুলকে
আক্রমণ করতে গিয়ে ‘সেমসাইড’ করে বসলেন শুভেন্দু অধিকারী৷
করলেন বিতর্কিত মন্তব্য৷

বিজেপিতে যোগ দেওয়ার পর একাধিক সভায় শুভেন্দু অধিকারী তৃণমূলকে পরাস্ত করার আহ্বান জানিয়ে বলেছিলেন, “তৃণমূল ফিরলে বাংলা হবে কাশ্মীর৷ কাশ্মীরের পণ্ডিতদের মতো অবস্থা হবে বাংলার মানুষের”৷ রবিবারের ব্রিগেডেও তিনি এ কথা বলেছেন৷ শুভেন্দুর এই মন্তব্যেরই তীব্র সমালোচনা করেছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এক টুইটে শুভেন্দুর মন্তব্যের প্রতিবাদ করে ওমর বলেন, “কাশ্মীর এখন কেন্দ্রীয় সরকারের অধীনে। এখানে অন্য কারও সরকার নেই।” তিনি বলেন, “আপনার মতো বিজেপি নেতারাই তো বারবার দাবি করেছেন যে, ২০১৯-এর আগস্টের পর স্বর্গে পরিণত হয়েছে কাশ্মীর। তাহলে বাংলা কাশ্মীরে পরিণত হলে আপনাদের অসুবিধা কোথায়?‌”

মূলত তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেছেন, “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে দেশটা ইসলামিক রাষ্ট্র হয়ে যেতো৷ আজ আমাদের বাংলাদেশে বাস করতে হতো। তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় ফিরলে এই বাংলাকে কাশ্মীরে পরিণত করবে।”

একাধিকবার শুভেন্দুর মুখে এই মন্তব্য শোনার পর রবিবার তীব্র আক্রমণ করেছেন ওমর আবদুল্লা৷ বলেছেন, “বহু বাঙালি আমাদের এখানে বেড়াতে আসেন। তারা কাশ্মীরকে ভালবাসেন। সে কারনেই আপনার ওই নিম্নরুচি, নির্বোধ মন্তব্যের জন্য আপনাকে ক্ষমা করলাম।”

শুধুই ওমর নন, শুভেন্দুর এই মন্তব্য বিজেপির কাছেও অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে বিজেপির কেউই মন্তব্য করতে রাজি হননি৷ উল্টে প্রসঙ্গটিকে ধামাচাপা দিতে চাইছে গেরুয়া শিবির৷ শুভেন্দুকে সতর্কও করা হয়েছে বলে সূত্রের খবর৷

 

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...