Friday, August 22, 2025

সমস্যার সমাধান না করতে পারলে বারাকপুরেই ঢুকবেন না, বলে দিলেন রাজ, প্রচারে জুনও

Date:

Share post:

নিজের বিধানসভা কেন্দ্র বারাকপুরে গেলেন পরিচালক রাজ চক্রবর্তী। তিনি আগেই জানিয়েছিলেন রবিবার বারাকপুরে যাবেন। কথা মতোই এদিন বারাকপুরে পৌঁছে গেলেন রাজ চক্রবর্তী। পাশাপাশি মেদিনীপুরে গেলেন অভিনেত্রী জুন মালিয়া।

রবিবার বারাকপুরে রাজের সঙ্গে ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে তাঁরা বৈঠক করেন। সূত্রের খবর, বৈঠকেই ঠিক হয়েছে কীভাবে প্রচার পর্ব শুরু করবেন রাজ। সাংবাদিকদের রাজ জানিয়েছেন, “সব বাড়িতে যাব। যে ডাকবেন তাঁর বাড়িতেই যাব। সব সমস্যার সমাধান করব। না পারলে বারাকপুরেই ঢুকব না। অনেকে বিজেপিতে যোগ দেওয়ায় কর্মী-সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দিয়েছিল। তাঁদের সঙ্গে কথা হয়েছে। এখন সব ঠিক আছে। আমাকে সেলিব্রিটি ভাববেন না। আমি ঘরেরই ছেলে। প্রচার কবে থেকে শুরু হবে, তা ঠিক সময়ে জানিয়ে দেওয়া হবে।”

আরও পড়ুন-১২মার্চ থেকে বিজেপির প্রচারে মিঠুন !

বারাকপুরে গিয়ে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী আরও বলেন, ”আমি এখানেই থাকব প্রত্যেকদিন। আমার পরিবার ইন্ডাস্ট্রির বন্ধুরা এখানে আসবেন।”মিঠুন চক্রবর্তীর BJP-তে যোগদানের প্রসঙ্গে বিশেষ কিছু বলতে চাইলেন না রাজ। তাঁর কথায়, ”মিঠুনদা যা ভালো বুঝেছেন করেছেন।”

ভোটের প্রচারে মেদিনীপুরে গিয়েছেন অভিনেত্রী জুন মালিয়া। তিনি জানিয়েছেন, “সকাল ৯টায় ঘর থেকে বেরিয়েছি। না খেয়েই এসেছি। সকালে খাওয়াতে বিশ্বাসী নই। এক কাপ কফি খেয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমি সবার সঙ্গে আলাপ করতে ও কথা বলতে এসেছি।” এরপরেই প্রয়াত বিধায়ক মৃগেন মাইতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেছেন, “মৃগেনদা আমার সিনিয়র।মৃগেনদা হয়তো আজকে আমাদের মধ্যে উপস্থিত নেই। কিন্তু আমি জানি, ওঁর আর্শীবাদ সবসময় আমাদের সঙ্গে থাকবে।” এরপর তিনি বলেন, দিদিকে জেতাতেই তিনি এখানে এসেছেন। দিদিকে জেতাতেই হবে। দিদি সেই ভরসা করেছেন তাঁর ওপর। তাই দিদির জয় মানেই সকলের জয়।

Advt

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...