নদিয়ার হরিণঘাটায় গুলিবিদ্ধ বিজেপির বুথ সভাপতি 

রবিবার ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক শুধু অভিযোগের ঝুলি উপুড় করেছেন নরেন্দ্র মোদি। আর ঠিক তার আগের রাতেই তারই দলের এক নেতা গুলিবিদ্ধ হলেন। নদিয়ার হরিণঘাটার সন্তোষপুরে গুলিবিদ্ধ হলেন বিজেপির বুথ সভাপতি সঞ্জয় দাস। তাঁর কোমরের নিচে গুলি লেগেছে। আপাতত কল্যাণীর জে এন এম হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসাধীন রয়েছেন ওই নেতা।

কী কারণে এই ঘটনা তা স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে একাই হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলেন ওই বিজেপি নেতা। সেইসময় কয়েকজন যুবক তাঁকে ঘিরে। তখনই নাকি এক যুবক আচমকাই বিজেপির বুথ সভাপতিকে গুলি করে। বিজেপি তরফে এই হামলার নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠলেও, তা মানতে নারাজ রাজ্যের শাসক দল। পুলিশ অবশ্য গুলি চালানোর কথা স্বীকার করেছে । তবে পুলিশের তরফে জানানো হয়েছে এর সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই।

Advt

 

Previous articleসমস্যার সমাধান না করতে পারলে বারাকপুরেই ঢুকবেন না, বলে দিলেন রাজ, প্রচারে জুনও
Next article‘ওঁ হেলে-ঢোরা, জাত গোখরো হলে মোদির পায়ে মাথা ঠেকাত না’ : মিঠুন প্রসঙ্গে মদন, ছেড়ে কথা বললেন না ফিরহাদ-সৌগতও