Friday, December 19, 2025

নন্দীগ্রামের মানুষের ‘অনুমতি’ নিয়ে বুধবার মনোনয়ন মমতার

Date:

Share post:

নন্দীগ্রামের কর্মিসভায় দাঁড়িয়ে পুরনো স্লোগান ফিরিয়ে আনলেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বললেন, “ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম”। বুধবার, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন মমতা। তার আগেরদিন নন্দীগ্রামের মানুষের কাছে রীতিমতো অনুমতি নিলেন তিনি। বলেন, “যদি মনে করেন, আমাকে এখানে চাই না। তাহলে চলে যাব। আর যদি মনে করেন আমি আপনাদের ঘরের মেয়ে, তাহলে আমি কাল মনোনয়ন দেব।” তার এই বক্তব্যের পর এই জনগণের পক্ষ থেকে বিপুল সমর্থন প্রকাশ পায়।

এর আগে নন্দীগ্রাম (Nandigram) থেকে নির্বাচন লড়ার সিদ্ধান্ত এরকমই এক জনসভায় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেও তিনি জনতাকে জিজ্ঞাসা করেছিলেন, “কেমন হয়, যদি আমিই নন্দীগ্রামে দাঁড়াই?” তখনও প্রবল উচ্ছ্বাসের মধ্যে দিয়ে তাঁকে সমর্থন জানিয়েছিল নন্দীগ্রামের মানুষ।

মঙ্গলবার, কর্মিসভায় দাঁড়িয়ে মমতা বলেন, “আগেরবার নন্দীগ্রামে যখন এলাম, তখন কোনও বিধায়ক ছিল না। আমি মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে বলেছিলাম, আমি যদি প্রার্থী হই। আমার তো ভবানীপুর ছিলই, কোনও খাটনি ছিল না। তবু আমি নন্দীগ্রামকেই বেছে নিলাম। আপনাদের ভালবাসা, উন্মাদনা দেখে বুঝেছিলাম এটাই আমার নন্দীগ্রামের দু’চোখ।”

নন্দীগ্রাম আন্দোলনকে ‘নিজের’ বলে দাবি করছেন শুভেন্দু অধিকারী। এদিন তাঁর নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, সেদিন যাঁদের রাস্তায় থাকার কথা ছিল, তাঁরা ভয়ে ঘরের মধ্যে বসেছিলেন। আর আমি কলকাতা থেকে এখানে এসে মানুষের পাশে দাঁড়িয়েছি”।

এদিন নিজের বক্তব্যে নন্দীগ্রাম আন্দোলনের কথা তুলে আনেন তৃণমূল নেত্রী। বলেন, তিনি নন্দীগ্রাম আন্দোলনের কথা দিল্লিতে পৌঁছেছিলেন। একইসঙ্গে সিঙ্গুর (Singur) আন্দোলনের কথা স্মরণ করে মমতা বলেন, সিঙ্গুর না হলে, নন্দীগ্রামের আন্দোলনে তুফান আসত না।

নন্দীগ্রামকে দেশের মধ্যে ‘মডেল’ করে তুলতে চান বলে প্রতিশ্রুতি দেন মমতা। বলেন, “হাসপাতাল-কলেজ থেকে জলপ্রকল্প, সব করে দিয়েছি। আগামী দিনে নন্দীগ্রামকে ‘মডেল’ করে দেব”। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে প্রাক্তন সেনাকর্মী ফারুখ আহমেদের বাড়ির দোতলা ও তিনতলা ভাড়া নেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এক বছরের জন্য বাড়িটি ভাড়া নিয়েছেন তিনি। মমতা বলেন, তার মধ্যেই তিনি নন্দীগ্রামে একটি কুঁড়েঘর তৈরি করে ফেলবেন।

এদিন কর্মিসভার পরে, সোনাচূড়ার বাসুলি মন্দির দর্শনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পুজো দেন। অপেক্ষারত গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। বুধবার, হলদিয়ায় মনোনয়ন জমা দেবেন মমতা।

 

spot_img

Related articles

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...