Friday, December 19, 2025

মন্দির থেকে মাজার- নন্দীগ্রাম চষে ফেললেন মমতা, দোকানে বানালেন চা

Date:

Share post:

কর্মিসভার পরেই নন্দীগ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়ালেন মুখ্যমন্ত্রী। গেলেন মন্দির, মাজার, শহিদ বেদিতে। রাস্তার ধারের দোকানে ঢুকে নিজেই চা বানিয়ে খেলেন।

প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর মঙ্গলবার প্রথম নন্দীগ্রামে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তবে সেটা কর্মিসভা। সেখান থেকে বেরিয়ে তিনি যান চণ্ডী মন্দিরে সেখানে পুজো দেন। দেবী মূর্তিতে মাল্যদান করেন।

তারপরে তৃণমূল (Tmc) নেত্রী যান নন্দীগ্রামে (Nandigram) আন্দোলনে নিহতদের স্মৃতিতে তৈরি শহিদবেদিতে। সেখানে শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে পারুল মন্দিরে যান মমতা। সেখানে দেবীকে শাড়ি উৎসর্গ করেন।

এরপরে স্থানীয় পীরের মাজারে শ্রদ্ধা জানান। সেখান থেকে যান জানকীনাথ মন্দিরে। সেখানেও পুজো দেন মমতা।

এর মধ্যে নন্দীগ্রাম থানার কাছে হঠাৎ রাস্তার পাশে একটি গুমটি চায়ের দোকানে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। দোকানিকে সরিয়ে নিজেই লেগে পড়েন চা বানাতে। পটু হাতে বানিয়ে ফেলেন চা। নিজে খান এবং তাঁর সঙ্গে যাঁরা ছিলেন তাঁদের খাওয়ান। চোখের সামনে মুখ্যমন্ত্রীকে চা বানাতে দেখে তখন দোকানে ভিড় উপচে পড়ছে। মোবাইল ফোনের (Mobile Phone) ক্যামেরায় সেই দৃশ্য বন্দি করতে চেয়েছেন সবাই।

আরও পড়ুন- স্যালুটে শেষ বিদায় নিহত এএসআইকে, কান্নায় ভেঙে পড়লেন প্রিয়জনেরা

আসা-যাওয়ার পথে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেছেন তৃণমূল নেত্রী। জেনেছেন তাঁদের সুবিধা-অসুবিধার কথা। বরাবরই সাধারণ মানুষদের সঙ্গে মিশে, মাটির কাছাকাছি থেকে কাজ করতে ভালবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী হিসেবে তো বটেই, রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরেও রাস্তার ধারে সাধারণ দোকানে ঢুকে তিনি এর আগেও চা খেয়েছেন। একবার রীতিমতো খুন্তি হাতে তরকারি সাঁতলেছেন। নন্দীগ্রামে মমতা বুঝিয়ে দিলেন তিনি এখনও সেই পাশের বাড়ির ‘দিদি’ হিসেবে রয়েছেন; নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকেই যাঁকে পাশে পেয়েছেন স্থানীয় মানুষ।

Advt

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...