Tuesday, May 13, 2025

বাংলায় কোনও বোমা তৈরির  কারখানা নেই, ‘আরটিআই’ এর ভিত্তিতে শাহের ‘মিথ্যা’ ধরল তৃণমূল

Date:

Share post:

‘বাংলার বোমা তৈরির কারখানার কোনও অস্তিত্ব নেই।’ তথ্য জানার অধিকার আইনের (আরটিআই) ভিত্তিতে সাকেত গোখলে নামে এক ব্যক্তিকে একথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এমনটাই দাবি করলেন তৃণমূল নেতা ব্রাত্য বসু। তাঁর অভিযোগ, নিজের মন্ত্রকের সেই তথ্য সত্ত্বেও নির্বাচনে জেতার জন্য বাংলার নামে এরকম ‘কুৎসিত অপবাদ’ দিচ্ছেন অমিত শাহ। ‘মিথ্যা’-র শরণাপন্ন হচ্ছেন।
মঙ্গলবার টুইটারে সাকেত নামে ওই ব্যক্তি দাবি করেন, গত বছর অক্টোবরে শাহ অভিযোগ করেছিলেন যে বাংলার প্রতিটি জেলায় বোমা তৈরির কারখানা আছে। তথ্য জানার অধিকার আইনে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য তিনি জানতে চান। সেই উত্তরে শাহের মন্ত্রকের তরফে নাকি জানানো হয় যে বাংলার বোমা তৈরির কারখানার কোনও অস্তিত্ব নেই। সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের উত্তরের ছবিও পোস্ট করেন সাকেত ।
সাংবাদিক বৈঠকে ব্রাত্য দাবি করেন যে ‘জনৈক ব্যক্তি সাকেত গোখেল’ তিনটি প্রশ্ন করেছিলেন। প্রথমত, ‘বাংলায় বোমা তৈরির কারখানাগুলির কোনও তালিকা আছে?’ দ্বিতীয়ত, ‘স্বরাষ্ট্র মন্ত্রক কি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে কিছু জানিয়েছে?’ তৃতীয়ত, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে মন্তব্য করেছেন, তা সরকারি রেকর্ডের ভিত্তিতে, তথ্যের ভিত্তিতে এই মন্তব্য করেছেন কিনা?’ ব্রাত্য বলেন, ‘এই আরটিআইয়ের সাপেক্ষে গত তিন তারিখ স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এক – আইন-শৃঙ্খলা একান্তভাবে রাজ্যের বিষয়। তারপর সাকেত গোখলে আবার প্রশ্ন করে জিজ্ঞাসা করেন এই কথিত বোমা কারখানার তথ্য পশ্চিমবঙ্গ পুলিশকে জানানো হয়েছে? এবার স্বরাষ্ট্র মন্ত্রক উত্তর দিচ্ছে, তারা তা করেনি। কেন না, কেন না, বাংলার এই ধরনের বোমা তৈরির কারখানার কোনও অস্তিত্ব নেই।’

spot_img

Related articles

ফের কলকাতা বিমান বন্দরে ভুয়ো বোমাতঙ্ক! আটক এক যাত্রী

ফের কলকাতা(kolkata) বিমান বন্দরে(Air Port) ভুয়ো বোমাতঙ্ক(Bomb Threat)। মঙ্গলবার দুপুর দেড়টায় মুম্বইগামী ফ্লাইট ইন্ডিগো বিমানে(Indigo Airlines) বোমা রাখা...

পাঞ্জাবে বিষ মদের বলি ১৪! অসুস্থ ৬

পাঞ্জাবের অমৃতসরে(Amritsar) বিষ মদ(Hooch) পান করে প্রাণ গেল ১৪ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬। অমৃতসরের মাজিথা...

অ্যান্ডি মারের সঙ্গে সম্পর্ক ছিন্ন নোভাক জকোভিচের

একবছরও এগোল না সম্পর্ক। ফরাসি ওপেন(French Open) শুরু হওয়ার এক সপ্তাহ আগেই নোভাক জকোভিচের(Novak Djokovic) কোচের পদ থেকে...

CBSE দশম-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

CBSE-এর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...