Saturday, August 23, 2025

আমেরিকাকে টেক্কা, চাঁদে স্পেস স্টেশন তৈরির চুক্তি স্বাক্ষর রাশিয়া ও চিনের

Date:

Share post:

এবার চাঁদে (Moon) স্পেস স্টেশন তৈরি করবে রাশিয়া (Russia) ও চিন (China)। ইতিমধ্যেই এবিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা ‘রসকমস’-এর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা চিনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে রাজি। চিনের তরফেও জানানো হয়েছে, এই প্রোজেক্টে আগ্রহী সকল দেশকেই স্বাগত জানাচ্ছে তারা।  চিনের মহাকাশ গবেষণা সংস্থা সিএনএসএ(CNSA) জানিয়েছে,  চাঁদের মাটি ও তার কক্ষপথ এই দু’স্থানেই  অবস্থান করবে স্পেস স্টেশনটি।

এর আগে প্রথম মহাকাশে মানুষ পাঠিয়েছিল রাশিয়া। চলতি বছরেই সেই ঘটনার ষাট বছর পূর্তি হবে। তবে প্রাথমিক দিকে রাশিয়ার পাল্লা ভারী থাকলেও পরে আমেরিকা অনেকটাই এগিয়ে গিয়েছে। এমনকি চিনও টেক্কা দিচ্ছে রাশিয়াকে। দেশকে তার পুরনো গৌরব ফিরিয়ে দিতে মরিয়া পুতিন। তাই চিনের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেছে তারা বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। তবে এই স্পেস স্টেশন দুই দেশের মহাকাশ অভিযানের ইতিহাসেই গুরুত্বপূর্ণ জায়গা করে নেবে বলে মনে করছে চিন ও রাশিয়া।

অন্যদিকে বিশ্বদরবারে আমেরিকার যোগ্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে চিন। তাদের মঙ্গলযান তিয়ানওয়েন-১ (Tianwen-1 )-ই তার প্রমাণ। ইতিমধ্যেই লালগ্রহের কক্ষপথে প্রবেশ করেছে চিনের মঙ্গলযান। দেশের মহাকাশ গবেষণা সংস্থার কর্তা চি ওয়াংয়ের দাবি, “তাদের এই মিশনই এপর্যন্ত মঙ্গলে যত অভিযান হয়েছে, তার মধ্যে সেরা হতে চলেছে। সৌরজগতের চার নম্বর গ্রহের আবহাওয়া, ভূপৃষ্ঠ থেকে শুরু করে খুঁটিনাটি বিষয়ে তারা পর্যবেক্ষণ চালাবে বলে দাবি তাঁর। তার ফলে লালগ্রহ সম্পর্কে আরও নতুন তথ্য জানা যাবে।” এর পাশাপাশি চাঁদে স্পেস স্টেশন তৈরির ভাবনা চিনকে বিশ্বদরবারে আরও অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।

Advt

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...