Friday, January 2, 2026

প্রথম দফা ভোটেই ৭০ হাজার জওয়ান, এত বাহিনী কেন? উঠছে প্রশ্ন

Date:

Share post:

বিরোধীদের (on demand of opposition parties)দাবিকে মান্যতা দিয়ে ভোট ঘোষনার আগে থেকেই বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী(Central force appointed for assembly election) এসেছে রাজ্যে। প্রথম দফার আগেই রাজ্যে এসে পৌঁছেছে কয়েকশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফাতেই রাজ্যে মোতায়েন হয়ে যাবে ৭০ হাজারের বেশি জওয়ান। কিন্তু এত বাহিনী কেন? রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এত জওয়ান আনা হচ্ছে কেন?

রাজ্যে প্রথম দফার ভোট ২৭ মার্চ। ভোট হবে ৩০টি কেন্দ্রে। শুক্রবার পর্যন্ত শুধু এই দফার জন্যই রাজ্যে চলে এসেছে ৪৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আরও ২১০ কোম্পানি বাহিনী চেয়ে পাঠানো হয়েছে নির্বাচনী পর্যবেক্ষকদের তরফে। সেই দাবিতেও মিলেছে অনুমোদন। কমিশন সূত্রে খবর, প্রথম দফার আগেই রাজ্যে পৌঁছবে মোট ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ ৭০ হাজারেরও বেশি জওয়ান।

 

ভোট ঘোষণার আগে থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে। ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের আগেই। এরপর রাজ্যের বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে, অজয় নায়েক আসার আগে আরও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসে। তার পর আরও ২০০ কোম্পানি।

 

নির্বাচনী বিশ্লেষকদের হিসেব অনুযায়ী ২০১৬ সালের বিধানসভা ভোটে যত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল, এ বারের নির্বাচনে কেবল প্রথম দফাতেই মোতায়েন হচ্ছে প্রায় সম সংখ্যক বাহিনী। আট দফার ভোটে নিযুক্ত করা হচ্ছে আগের ভোটের চেয়ে প্রায় দশ গুণ বেশি কেন্দ্রীয় বাহিনী। ২০১৬ সালের বিধানসভা ভোট হয়েছিল সাত দফায়। এ বার ভোট হচ্ছে আট দফায়। এ বার প্রথম দফাতেই মোতায়েন করা হচ্ছে সাতশোর বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এর আগে কোনও দিন মোয়াতেন হয়েছে কি না, তা মনে করতে পারছেন না রাজ্যবাসী।

Advt

spot_img

Related articles

ঘরের মাঠে আইপিএল খেলবেন না যশস্বীরা, বিকল্প ভেন্যু বেছে নিল রয়্যালস ব্রিগেড

রাজস্থান ক্রিকেট সংস্থায় চলছে ডামাডোল। তার জেরেই আগামী আইপিএলে ঘরের মাঠে খেলবে না রাজস্থান রয়্যালস(Rajasthan Royals )। চলতি...

শর্তসাপেক্ষ অনুমতিতে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’ শুভেন্দুর

মালদার চাঁচলের কলমবাগানে অনুষ্ঠিত হতে চলেছে বিজেপির তথাকথিত ‘পরিবর্তন সংকল্প সভা’। শুক্রবার সভায় উপস্থিত থাকার কথা বিরোধী দলনেতা...

জঙ্গি তকমা! অভিমান নিয়ে অবসর ঘোষণা খোয়াজার

অভিমানকে সঙ্গী করেই আন্তর্জাতিক ক্রিকেট(international cricket) থেকে অবসর ঘোষণা করলেন উসমান খোয়াজা (Usman Khawaja)। সিডনি টেস্টের পরই ব্যাগি...

দিলীপ সক্রিয় হতেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট! সাইবার ক্রাইম থানায় অভিযোগ রিঙ্কুর

সক্রিয় রাজনীতিতে ফিরে আসতেই ফের বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর...