ভারত-ইংল‍্যান্ড ম‍্যাচে রেকর্ড গড়লেন চ‍্যাহাল

শুক্রবার ইংল‍্যান্ডের( england) কাছে ম‍্যাচ হারলেও, এই ম‍্যাচে রেকর্ড গড়লেন যুজবেন্দ্র চ‍্যাহাল( yuzvendra chahal) । টি-২০(t-20) ক্রিকেটে ভারতের( india) হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি। এই রেকর্ডে চ‍্যাহাল পিছনে ফেলে দিলেন যশপ্রীত বুমরাহকে।

শুক্রবার ভারতের জার্সিতে শততম ম্যাচ খেলতে নামে চ‍্যাহাল। এখনও পর্যন্ত চ‍্যাহাল একদিনের ম্যাচ খেলেছেন ৫৪টি এবং টি২০ খেলেছেন ৪৬টি। টেস্ট ক্রিকেটে খেলা হয়নি তাঁর। শততম আন্তর্জাতিক ম্যাচে ভারতের হয়ে টি২০ ক্রিকেটে সব চেয়ে বেশি উইকেটের মালিক হলেন তিনি।

এখনও অবধি যশপ্রীত বুমরাহ নিয়েছেন ৫৯ টি উইকেট। শুক্রবার ইংল‍্যান্ডের বিরুদ্ধে এক উইকেট নিয়ে সেই রেকর্ড ভেঙে ফেললেন চ‍্যাহাল।

আরও পড়ুন:শূন‍্য রানের রেকর্ড গড়লেন কোহলি

Advt