Monday, November 10, 2025

বেনাজির দৃশ্য রাজপথে: হুইলচেয়ারেই মিছিলের নেতৃত্ব মমতার

Date:

Share post:

হুইলচেয়ারে মিছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)। তাঁর অনেক প্রতিবাদ-আন্দোলন-অনশনের সাক্ষী মহানগর। রবিবার, দেখল আহত অবস্থাতেও হুইলচেয়ারে বসেই মিছিলের নেতৃত্ব দিলেন মমতা। নন্দীগ্রামে (Nandigram) আহত হওয়ায় ভোট প্রচারে সাময়িক ছেদ পড়েছিল। কিন্তু নন্দীগ্রাম দিবসেই হুইলচেয়ারে বসে ফের কর্মসূচি শুরু করলেন তৃণমূলনেত্রী। রবিবার, মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশ থেকে হাজরা পর্যন্ত মিছিল শুরু হয় তৃণমূলের (Tmc) । আগে কথা ছিল সরাসরি হাজরার সভায় উপস্থিত হবেন মমতা। কিন্তু মিছিল শুরুর আগে মেয়ো রোডের সভায় যোগ দিয়ে মিছিলের সূচনা করেন তৃণমূলনেত্রী।

পৌনে দুটো নাগাদ মেয়ো রোডে পৌঁছন মমতা। সেখানে গাড়ি থেকে নেমে নীল-সাদা রঙের বিশেষ ভাবে তৈরি হুইলচেয়ারে (Wheelchair) বসেই যান গান্ধী মূর্তির সামনে। সেখান থেকেই মিছিল শুরু হয়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ছিল বিশেষ জুতো। হুইলচেয়ারের ফুট রেস্টটিকে সোজা করে রাখা হয়। যাতে তাঁর বাঁ পা ঝুলিয়ে রাখতে না হয়। প্রায় ৫ কিলোমিটার পথ অতিক্রম করে মিছিল।

নন্দীগ্রামের ঘটনার পরে অত্যন্ত সতর্ক পুলিশ-প্রশাসন। এদিন মিছিল ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। মিছিল ঘিরে ছিলেন পুলিশকর্মীরা। রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়। মিছিলের যাওয়ার পথে বিভিন্ন জায়গা গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়।

মিছিলের সামনে তৃণমূলনেত্রীর পাশেই ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishesk Benarjee), অরূপ বিশ্বাস (Arup Biswas)-সহ দলের সামনের সারির নেতানেত্রীরা। ছিলেন কলকাতার বিধানসভা কেন্দ্রের প্রার্থীরাও। মিছিলে যোগ দেন দলীয় কর্মী-সমর্থকরাও। মিছিলে ছিলেন টালিগঞ্জের কলাকুশলীরাও। এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে অ্যাম্বুল্যান্স রাখা হয়। এদিন একাধিক অ্যাম্বুল্যান্সের (Ambulance) ব্যবস্থাও রাখা হয়েছিল।

সবচেয়ে যে ঘটনায় এদিন চোখে পড়েছে তাহলে মিছিলের গতি। সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দ্রুতগতিতে হাঁটেন। মিছিলে তাঁর সঙ্গে পা মেলাতে রীতিমতো হিমশিম খান অনেক নেতা-নেত্রীই। কিন্তু এদিন হুইলচেয়ারে নেতৃত্ব দেন মমতা। তাই অন্যান্য দিনের তুলনায় অনেক ধীরগতিতে মিছিল এগিয়েছে। পদযাত্রা শেষে হাজরার জনসভায় সংক্ষিপ্ত ভাষণ দেন তৃণমূলনেত্রী। সভা শেষ করেই দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন মমতা। সেখানে এদিন রাতে থেকে সোমবার পুরুলিয়া যাবেন- নিজেই জানান তৃণমূল নেত্রী।

আরও পড়ুন:বিজেপির প্রার্থী তালিকায় ৪ দলীয় সাংসদ

Advt

 

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...