Thursday, November 20, 2025

হেলিকপ্টার বিভ্রাট: মাত্র ৭ মিনিটে ভার্চুয়ালি ঝাড়গ্রামের সভা সারলেন ‘হতাশ’ শাহ

Date:

Share post:

বিজেপির(BJP) সফর সূচি অনুযায়ী সোমবার সকাল ১১ টা নাগাদ ঝাড়গ্রামের সার্কাস ময়দানে জনসভায় ভাষণ দেওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী(Home Minister) অমিত শাহের(Amit Shah)। তবে হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি হওয়ার কারণে চিন্তাভাবনা করা হয়েছিল সড়কপথে ঝাড়গ্রাম নিয়ে যাওয়া হবে। পরে সে চেষ্টাও বিফল হওয়ায় শেষমেষ ভার্চুয়ালি খড়গপুর(Kharagpur) থেকেই ঝাড়গ্রামের জনসভা করার সিদ্ধান্ত নেন অমিত শাহ। তবে শাহের এই ভার্চুয়াল সভা ঠিক জমল না। একেবারে পুরনো ছকে তৃণমূলের দুর্নীতি, অপশাসন সহ কাটমানির অভিযোগ তুলে মাত্র ৭ মিনিটেই সভা শেষ করলেন তিনি। তবে অমিত শাহের এহেন ভাষণে রীতিমত হতাশ ঝাড়গ্রামের(Jhargram) বিজেপি নেতৃত্ব। যদি অমিত শাহ আশ্বাস দিয়েছেন প্রচার শেষ হওয়ার আগে অন্তত একবার ঝাড়গ্রাম ঘুরে যাবেন তিনি।

এদিনের ভার্চুয়াল জনসভায় তৃণমূলকে তোপ থাকার পাশাপাশি রাজ্যে বিজেপি সরকার তৈরি হলে আদিবাসী উন্নয়নের বিষয়টিকেও বেশ গুরুত্ব সহকারে তুলে ধরেন অমিত শাহ। তিনি বলেন, ‘বিজেপি ক্ষমতায় এলে আদিবাসীদের জন্য বিশ্ববিদ্যালয় তৈরি করবে। আদিবাসীদের আত্মনির্ভর করবে বিজেপি।’ একই সঙ্গে বনভূমির অধিকার আইন লাগু করার প্রতিশ্রুতি দিয়ে অমিত শাহ বলেন, এই রাজ্যে বিজেপি সরকার হলে কাস্ট সার্টিফিকেট নিতে গেলে আর কাউকে কাটমানি দিতে হবে না। এর পাশাপাশি অতীতের চেনা ছকে অমিত শাহ বলেন, ‘পুজোর অনুমতির জন্য এখন আদালতে যেতে হয়। দিদির আমলে মোদির প্রকল্প বাংলার মানুষ পায় নি। প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন বাংলার মানুষ।’

আরও পড়ুন:উপত্যকায় বড় সাফল্য, সেনার গুলিতে খতম জইশ কমান্ডার সাজ্জাদ আফগানি

উল্লেখ্য, সোমবার সকালে খড়গপুর থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই খবর আসে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেলিকপ্টারে। এই অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে ওই হেলিকপ্টারে ঝাড়গ্রাম সফর বাতিল হয় অমিত শাহের। এদিকে তড়িঘড়ি বিকল্প হেলিকপ্টারের ব্যবস্থা করাও সমস্যা হয়ে দাঁড়িয়। তাই একরকম বাধ্য হয়েই অমিত শাহের সফরসূচি বাতিল করে রাজ্য বিজেপি নেতৃত্ব। পাশাপাশি ভার্চুয়ালি যাতে অমিত সহ সভায় বক্তব্য রাখতে পারেন সে ব্যবস্থা করা হয়। তবে বিজেপি সূত্রে খবর, সকাল থেকে একের পর এক সমস্যায় রীতিমতো অসন্তুষ্ট অমিত শাহ জনসভা করার মত মানসিক অবস্থায় ছিলেন না। তাই বিনপুর, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম ও নয়াগ্রাম বিধানসভার গেরুয়া প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার বার্তা দিয়ে মাত্র ৭ মিনিটে সভা সারলেন শাহ।

Advt

spot_img

Related articles

এবার কোন্নগর! এসআইআর ফর্ম বিলির চাপে সেরিব্রালে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিএলও

এসআইআর ফর্ম বিলি ও সংগ্রহের অতিরিক্ত চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কোন্নগরের অঙ্গনওয়াড়ি কর্মী ও বিএলও তপতি...

বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের জন্য রাজ্যের সহানুভূতি স্কলারশিপ! জানুন আবেদন পদ্ধতি

বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের পাশে দাঁড়াতে রাজ্যের সহানুভূতি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। নবম থেকে কলেজ স্তরের পড়ুয়াদের জন্য...

বালিতে যুব তৃণমূলের প্রতিবাদ-মিছিলে জনস্রোত! বিজেপির SIR চক্রান্তের অভিযোগ স্নেহাশিসের

বাংলার প্রকৃত ভোটারদের নাম বাদ দিতে তাড়াহুড়ো করে এই রাজ্যে এসআইআর করছে কেন্দ্রের বিজেপি সরকার। এর বিরুদ্ধে আমরা...

পুরসভা প্রতিবাদের আঁতুড়ঘর! বাংলার মনীষীদের অপমানের ঘটনায় কড়া সুর মেয়রের

বাংলার কৃষ্টি-সংস্কৃতি ও মনীষীদের ক্রমাগত অপমান-অসম্মানের বিরোধিতায় উত্তাল হল কলকাতা পুরসভা। ডবল ইঞ্জিন বিজেপি সরকারের নেতা-মন্ত্রীরা যেভাবে রামমোহন...