Wednesday, August 27, 2025

দোলের আগেই আজ দোলযাত্রা বিশ্বভারতীতে!

Date:

Share post:

দ্বার বন্ধ করেই এবার বসন্ত উৎসব হচ্ছে শান্তিনিকেতনে। এবারের সিদ্ধান্ত সাধারণের প্রবেশ একেবারেই নিষিদ্ধ সব অনুষ্ঠানে।
২০২০ সালে করোনা সংক্রমণের জন্য প্রথমে ঐতিহ্যবাহী বসন্ত উৎসব করতে রাজি হয়নি কর্তৃপক্ষ ।
কিন্তু এবার চূড়ান্ত গোপনীয়তায় আজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বভারতীর ঐতিহ্যশালী বসন্ত উৎসব। তড়িঘড়ি নেওয়া এই সিদ্ধান্তে স্বভাবতই বিড়ম্বনায় পড়েছেন অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা। কারণ, প্রস্তুতির জন্য তাদের কাছে পর্যাপ্ত সময় নেই, পাশাপাশি এবছর এভাবে বসন্ত উৎসব হওয়ায় তাদের অভিভাবকরাও বঞ্চিত হলেন বসন্ত উৎসব দেখা থেকে। এমনকি অনুষ্ঠানে ব্রাত্য থাকলেন প্রাক্তন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে প্রবীণ আশ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। স্বভাবতই তারাও ক্ষোভ প্রকাশ করেছেন এই ঘটনায়।  বিগত কয়েক বছরে বসন্ত উৎসব ঘিরে পর্যটকদের যে উন্মাদনা দেখা গেছিল তাকে এড়ানোর জন্যই বসন্ত উৎসব নির্দিষ্ট দিনে করা হবে না বলে ঠিকই ছিল কর্তৃপক্ষের তরফে। কিন্তু অংশগ্রহণকারী পড়ুয়াদেরকে বিষয়টি না জানানোয় তারাও সম্পূর্ণ ধোঁয়াশার মধ্যে ছিল।

এই সিদ্ধান্তের ফলে এত কম সময়ে মঙ্গলবার তারা কিভাবে প্রস্তুতি নেবেন তা নিয়েও উঠছে প্রশ্ন। যদিও এ বিষয়ে কর্তৃপক্ষের তরফে কেউ মুখ খুলতে চান নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক অধ্যাপক জানান, চলতি করোনা আবহে ঘরোয়াভাবে অনুষ্ঠিত হতে চলেছে বসন্ত উৎসব। দিনে চিরাচরিত বসন্ত উৎসবের পাশাপাশি রাতে অনুষ্ঠিত হবে চিত্রাঙ্গদা নৃত্যনাট্য। সমগ্র অনুষ্ঠানটি হবে শান্তিনিকেতনের গৌড়প্রাঙ্গণে।
সন্ধের নৃত্যনাট্য একই জায়গায় হবে। তবে সব প্রবেশদ্বারেই তালা দিয়ে। সাধারণ নাগরিক, সংবাদ মাধ্যম, সবাই সেখানে ব্রাত্য।

spot_img

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...