Friday, November 7, 2025

শাহ নিশ্চিত কোন্দলে মদত রাজ্য নেতাদের, প্রার্থী হতে চাপ দিলীপ- মুকুলকে

Date:

Share post:

প্রার্থীপদ নিয়ে দলের অন্দরে ক্ষোভ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে৷ পরিস্থিতি প্রায় নাগালের বাইরে চলে যাচ্ছে দেখে কেন্দ্রীয় নেতৃত্ব ‘বিশেষ উদ্দেশ্যে’ দিল্লিতে তলব করেছে দিলীপ ঘোষ, মুকুল রায়দের৷ বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃত্বকেও রাজধানীতে ডেকে পাঠানো হয়েছে বলে বিজেপি সূত্রে খবর৷
বিজেপি যখন বাংলা জয়ের লক্ষ্যে ঝাঁপিয়েছে, তখন দলের কার্যালয়ে ধর্না, স্লোগানে বিড়ম্বনায় পড়েছেন খোদ অমিত শাহ৷

নির্ভরযোগ্য সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্ব সোমবারই জানতে পেরেছে, প্রার্থী নিয়ে প্রতিটি বিক্ষোভের পিছনে কোনও না কোনও বড় মাপের রাজ্যনেতার মদত রয়েছে৷ দলের মধ্যেই ‘বিরুদ্ধ’ নেতার পছন্দের প্রার্থীকে টাইট দিতে এবং সরাতে, অন্য নেতা উসকে দিচ্ছে কর্মী-সমর্থকদের ৷ এই অভিযোগ কানে আসতেই ক্ষিপ্ত হয়ে যান অমিত শাহ৷ সোমবার রাতেই অমিত শাহ এবং জেপি নাড্ডা কৌশলি এক সিদ্ধান্ত নিয়েছেন৷ তার পরেই মঙ্গলবার রাতে দিল্লিতে তলব করা হয়েছে রাজ্যের শীর্ষ নেতাদের৷ কয়েকটি আসনে দলের প্রার্থী বদলেরও সম্ভাবনা প্রবল৷

দ্বিতীয় দফায় পদ্ম-প্রার্থীর তালিকা প্রকাশের পর মুহুর্ত থেকেই একাধিক কেন্দ্রে প্রার্থী বদলের দাবিতে বিজেপির অন্দরে ধুন্ধুমার চলছে৷বিক্ষোভের আওয়াজ ক্রমশ চড়া হচ্ছে। যে দল একুশের ভোটে ক্ষমতা দখল করার দাবি তুলেছে, সেই বিজেপি-ই এখন প্রতি কেন্দ্রে বিক্ষোভ এড়িয়ে প্রার্থী দিতে পারবে কি’না, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে৷

ভোটের মুখে দলের অন্দরেই এ ধরনের গোষ্ঠী-কোন্দল মেটাতে সক্রিয় হতে কার্যত বাধ্য হয়েছেন খোদ অমিত শাহ৷ এক ‘মারাত্মক’ কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইছেন শাহ৷ গেরুয়া-সূত্রের খবর, দলের প্রার্থী- কোন্দল ঠেকাতে বিধানসভা নির্বাচনে দিলীপ- মুকুল-সহ আরও জনাকয়েক রাজ্য নেতাকে প্রার্থী করা হতে চলেছে৷ শোনা যাচ্ছে, নদিয়া জেলার কোনও আসন থেকে দিলীপ ঘোষ এবং মুকুল রায়দের প্রার্থী করার কথা ভাবা হয়েছে। সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই রাজ্য নেতাদের একথা জানিয়ে দিয়েছেন৷ অন্তত ৪ জন নেতাকে প্রার্থী হওয়ার জন্য তৈরি থাকতে বলেছেন শাহ৷ এই ৪ জনের বিরুদ্ধেই বিক্ষোভকারীদের উসকানি দেওয়ার অভিযোগ এজেন্সি মারফত শাহের কানে এসেছে৷

জানা গিয়েছে, দিলীপবাবু দলের নির্দেশ মেনে প্রার্থী হতে আগ্রহী বলে জানিয়ে দিয়েছেন। কিন্তু মুকুল রায় কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন, তিনি প্রার্থী হতে রাজি নন।

বিজেপি ইতিমধ্যেই ৪ সাংসদকে প্রার্থী করেছে। এই সিদ্ধান্তে দলের অন্দরেই বিতর্ক শুরু হয়েছে৷ কড়া কটাক্ষ করেছে তৃণমূল-সহ রাজনৈতিক দলগুলি। বলা হচ্ছে, গেরুয়া শিবির প্রার্থী করার লোক পাচ্ছে না বলেই সাংসদদের টিকিট দিয়েছে বিজেপি। বিজেপি’র বক্তব্য, দলের সাংসদদের জনপ্রিয়তাকে সামনে এনেই বাজিমাত করতে চান মোদি- শাহ- নাড্ডা। পাশাপাশি, গোষ্ঠী কোন্দল চাপা দিতেও আরও কয়েকজন সাংসদ এবং দলের হেভিওয়েট কার্যকর্তাদের প্রার্থী করতে চাইছেন অমিত শাহ, জেপি নাড্ডা ৷ মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে প্রার্থী করা হতে পারে। তালিকায় নাম আছে দলের সর্বাভারতীয় সহ- সভাপতি মুকুল রায়েরও।

এখন দেখার, মঙ্গলবার দিল্লিতে কোন সিদ্ধান্ত গ্রহণ করেন শাহ-নাড্ডা৷ এটাও দেখার, দিলীপ ঘোষ-মুকুল রায় বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে বাধ্য হন কি’না !

Advt

spot_img

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...