Saturday, August 23, 2025

মহারাষ্ট্রে রেকর্ড, একদিনে করোনা আক্রান্ত ২৬ হাজার!

Date:

Share post:

করোনা সংক্রমণ কিছুতেই পিছু ছাড়ছে না । গত এক বছর ধরে এর বিরুদ্ধে লড়ছে গোটা দেশ। কিন্তু কোনও রাজ্যে কখনওই সংক্রমণ এক দিনে প্রায় ২৬ হাজারের ঘরে পৌঁছায়নি। গত ২৪ ঘণ্টায় সেই রেকর্ড করে ফেলল মহারাষ্ট্র। শেষ ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত মোট ২৫ হাজার ৮৩৩ জন। এখনও পর্যন্ত সেখানে ৫৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । বৃহস্পতিবার যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে, সে রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ২৩ হাজারের কিছু বেশি। কিন্তু শুক্রবার সেই সংখ্যা এক লাফে ২৫ হাজার ছাড়িয়ে গিয়েছে । শুধু মুম্বইয়েই এক দিনে আক্রান্ত হয়েছেন ৫ হাজারের বেশি।
করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল বাণিজ্যনগরী মুম্বই তথা মহারাষ্ট্র। হিমশিম অবস্থা প্রশাসনের।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসাব অনুযায়ী, দেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৫ লক্ষ ১৪ হাজার ৩৩১। এর মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ ৭১ হাজার ২৮২। শেষ ২৪ ঘণ্টার সারা দেশে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭২৬ জন। যার অর্ধেকের বেশি রয়েছেন মহারাষ্ট্রে। দেশে করোনা পরীক্ষা করা হয়েছে ১০ লক্ষ ৫৭ হাজার ৩৮৩ জনের।গত ২৪ ঘণ্টায় ১৫৪ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু দেশে ১ লক্ষ ৫৯ হাজার ৩৭০। দেশের মোট মৃত্যুর প্রায় ৪৬ শতাংশই মহারাষ্ট্রে।
মহারাষ্ট্রের পালঘরে করোনা সংক্রমণের কারণে ফের অনির্দিষ্টকালের জন্য স্কুল ও কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। শহরের সরকারি ও বেসরকারি হোস্টেলও ২৩ মার্চ থেকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের করোনা সক্রিয় রোগীর ৬০ শতাংশ মহারাষ্ট্রের বাসিন্দা। মুম্বইয়ে করোনা সংক্রমণ রুখতে সব শপিং মলে করোনার র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করারও নির্দেশ দেওয়া হয়েছে।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...