একুশের হাইভোল্টেজ নির্বাচনে ( Assembly Election) বিজেপির (BJP) পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা (Candidate List) প্রকাশ হতেই জেলায় জেলায় ক্ষোভ-প্রতিবাদ-অনশন-অবরোধ-ভাঙচুর-অগ্নিসংযোগ-রক্তারক্তি অব্যাহত। আরও মুখ পুড়েছে ঘোষিত দুই কেন্দ্রে (চৌরঙ্গিতে সোমেন মিত্র জায়া শিখা মিত্র ও কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে মালা সাহার স্বামী তরুণ সাহা) নিজেদের প্রার্থী পদ অস্বীকার করায়। প্রার্থী তালিকা প্রকাশের পর শুধু বিক্ষুব্ধরা নয়, বিজেপির কট্টর সমর্থকরাও স্বীকার করে নিয়েছেন, ২৯৪ কেন্দ্রে যোগ্য প্রার্থীর অভাব প্রকট।

এরই মাঝে আবার নাম বিভ্রাট। এক্ষেত্রে অবশ্য বিজেপির কোনও দোষ নেই। এখানে যে নামই সব গণ্ডগোলের মূলে। গতকাল, বৃহস্পতিবার বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ্যে আসার পরই তা হাড়ে-হাড়ে টের পাচ্ছেন ‘’খড়কুটো’’ খ্যাত সৌজন্য ওরফে টলি অভিনেতা (Tollywood Actress) কৌশিক রায় (Kaushik Roy) । গতকাল থেকে একের পর এক ফোনে জেরবার অভিনেতা!

কৌশিক রায় আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের ময়নাগুড়ি (Moinagudi) কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোট লড়ছেন! খোদ কলকাতার ছেলে, উত্তরবঙ্গের সঙ্গে দূর দূর পর্যন্ত তাঁর যোগাযোগ নেই। সেই উত্তরের জেলার প্রার্থী! আসন জিততে স্টার ফ্যাক্টর খাটবে তো? এমন নানাবিধ প্রশ্ন বাণে জেরবার “সৌজন্য”!

তিনি আর থাকতে পারলেন না। গেরুয়া শিবিরে সদ্য যোগ দেওয়া এই সেলিব্রিটি সদস্যটি জানিয়ে দিলেন, “আরে, আমি ওই কৌশিক রায় নই। আমি ভোটে দাঁড়াইনি। ওই প্রার্থী কৌশিক রায় ঠিকই, কিন্তু অন্য কেউ। আমি নই।”
