Monday, November 10, 2025

ফুল বদল করেও যাদের শিকে ছিঁড়ল না, তারা এবার কী করবেন?

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছিল কয়েক সপ্তাহ আগে থেকে। কিন্তু বিজেপিতে গিয়েও কোনও লাভ হল না তাঁদের মধ্যে অনেকেরই। শিকে ছিঁড়ল না অধিকাংশেরই । যদিও কেউ কেউ বলেছিলেন টিকিট চাই না, সম্মান চাই। কিন্তু প্রার্থী বিতর্কেই যেহেতু দলবদল, তাই প্রার্থী হতে না পারার প্রসঙ্গ সামনে চলে আসছে।
জটু লাহিড়ী থেকে শুরু করে সোনালি গুহ, এমনকী দীপেন্দু বিশ্বাসের মতো তারকাও এবার টিকিট পাননি বিজেপিতে। তৃণমূল ত্যাগী বিজেপি নেতাদের নিয়ে রাজনৈতিক মহলে তাই প্রশ্ন উঠেছে, যাঁরা পদ্মশিবিরে নাম লেখালেন, তাঁদের রাজনৈতিক কেরিয়ারের ভবিষ্যত কি তবে অনিশ্চয়তার দিকে এগিয়ে গেল।
তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়ে যারা প্রার্থী হয়েছেন, তাঁদের অনেককে নিয়ে প্রকাশ্যে বিক্ষোভও চলছে জেলায় জেলায়। আদি বিজেপির নেতারা তাঁদের মানতে পারছেন না।
এর মধ্যে সোনালি গুহ তৃণমূলের প্রার্থী পদ না পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন। তারপর মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করে যোগ দিয়েছিলেন বিজেপিতে। বলেছিলেন প্রার্থীপদ চাই না। শুধু একটু সম্মান চাই। তৃণমূল অসম্মানিত হয়েছি, বিজেপিতে সাধারণ কর্মীর মতো কাজ করব। অনেকেই ভেবেছিলেন সোনালিকে টিকিট দেবে বিজেপি। কিন্তু তা হয়নি। টিকিট না পাওয়ার তালিকায় রয়েছেন প্রাক্তনমন্ত্রী বাচ্চু হাঁসদাও। আছেন সোনালী মুর্মু ।
এখনও ১৮ কেন্দ্রে প্রার্থীর নাম প্রকাশ করতে বাকি বিজেপির। আর কলকাতার মধ্যেই দুটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে গররাজি বিজেপির প্রার্থী। এই অবস্থায় তৃণমূলত্যাগীদের নাম সেই তালিকায় কি আদৌ থাকবে? সম্ভাবনা ক্ষীণ , বলছেন ওয়াকিবহাল মহল।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...